চৈক্র সংক্রান্তিতে চড়ক গাছ ভেঙে আহত হলেন ১ ব্যক্তি। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির বেলাকোবার হসপিটাল পাড়ায় ꦛদুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলারই চানাডিপা এলাকায় সাইকেল নিয়ে চড়ক গাছে ঘুরতে গিয়ে বঁড়শি ছিঁড়ে আহত হয়েছেন এক জন।
জানা গিয়েছে প্রতি বছরের মতো এবারও বেলাকোবার হসপিটাল পাড়ায় বসেছিল চড়কের মেলা। সোমবার চৈত্র সংক্রান্তির বিকেলে সেখানে চড়কের নানা উপাচার পালন করছিলেন ব্রতীরা। চলছিল পিঠে বঁড়শি গেঁথে চড়ক গাছে ঘোরার প্রথাও। তখনই চড়ক গাছটি অক্ষ থেকে ꦕখুলে পড়ে। তাতে এক চড়ক ব্রতী আহত হন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এছাড়া মারাঘাট জঙ্গল লাগোয়া চানাডিপাতেও চড়কের মেলায় দুর্ঘটনায় এক চড়ক ব্রতী আহত হয়েছেন। অন্যান্য জায়গার মতো সেখানেও পিঠে বঁড়শি গেঁথে চড়কগাছে ঘুরছিলেন চড়কব্রতীরা। তার মধ্য༺ে কয়েকজন হাতে সাইকেল নিয়ে ঘুরতে থাকেন। সেই দৃশ্য দেখে যখন উপস্থিত জনতা উত্তেজনায় ফুটছে তখনই বঁড়শি ছিঁড়ে পড়ে যান এক ব্যক্তি। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ২ জনেরই শরীরিক অবস্থা স্থিতিশীল বলে মনে করা হচ্ছে।
বাংলায় চড়কে দুর্ঘটনার খবর নতুন নয়। তবে মহাদেবের প্রতি নিজেদের নিবিষ্টতা প্রꦡমাণে সেসবের পরোয়া কোনও দিনই করেন না চড়ক ব্রতীরা।