বাবা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত হাবিলদার। আর ছেলে ন্যাশꦬনাল ডিফেন্স অ্যাকাডেমি (টু) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন। ইউনিয়ন পাবলিক 🤪সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত পরীক্ষায় ১,৮০০ নম্বরের মধ্যে ১,০৮৪ পেয়েছেন বীরভূমের ছেলে ইমন ঘোষ। যিনি আপাতত দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজের (আরআইএমসি) দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। সেখান থেকে আগামী জুলাইয়ে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) যোগ দেবেন। তারপর ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে যোগ দিতে চান। পূরণ করতে চান যুদ্ধবিমান ওড়ানোর স্বপ্ন।
যুদ্ধবিমানের প্রতি অমোঘ টান আছে, জানিয়েছেন ইমন
আর দেশের জন্য নিজেকে সঁপে দেওয়ার স্বপ্নটা বাবার থেকেই পেয়েছেন ১৮ বছরের ইমন। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মি🍎লিটারি কলেজের ছাত্র জানিয়েছেন যে ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চান। ছোট থেকেই যুদ্ধবিমানের প্রতি একটা অমোঘ ট🤪ান আছে। স্বপ্ন দেখেন যুদ্ধবিমান ওড়ানোর। আর প্রতিরক্ষায় যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর সবথেকে বড় অনুপ্রেরণা হলেন বাবা উজ্জ্বলকুমার ঘোষ।
বাবাই অনুপ্রেরণা, বললেন ইমন
ওই প্রতিবেদন অনুযায়ী, ইমন জানিয়েছেন যে ভারতীয় সেনার গর্বি🐎ত সদস্য হিসেবে তাঁর বাবা যে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতেন, যে কঠোর পরিশ্রম করতেন, দেশের প্রতি যে কর্তব্য পালন করতেন, তা দেখেই প্রতিরক্ষা ক্ষেত্রে যোগ দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। আর সেই রেশ ধরেই এনডিএ পরীক্ষায় বসেন। পরীক্ষা ভালো হলেও তিনিই যে প্রথম হবেন, সেটা ভাবতেও পারেননি। এরকম কঠিন পরীক্ষায় প্রথম হয়ে তাঁর যে অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানিয়েছেন ইমন।
আর ছেলের সেই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমনের মা গার্গী ঘোষ। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে ছেলের স্𝓰বপ্ন যে পূরণ হয়েছে, সেটার জন্য অত্যন্ত খুশি তাঁরা। ছেলের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের ফসল এটা। শিক্ষকরা য🎐েভাবে সহায়তা করেছেন এবং রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে যে পরিবেশ ছিল, তাও ছেলের সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন ইমনের মা।
ইমনের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতাও
আর ইমনের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘ইউপিএসসির আয়োজিত ২০২৪ সালের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (টু) পরীক্ষায় বীরভূমের ছেলে ইমন ঘোষ যে শীর্ষস্থান অধিকার করেছে, সেটা জেনে খুব ভালো লাগছে ও গর্ববোধ হচ্ছে। সদ্য ফলাফল প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা তথ𝐆া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর পুত্র আমাদের সকলের জন্য গৌরব নিয়ে এসেছে।’
সেইসঙও্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গের কেউ সেই পরীক্ষায় প্রথম হয়নি। আর এবার ও (ইমন) যে সাফল্য অর্জন করল, তাতে আমাদের রাজ্যের সমস্ত ইউপিএসসি পরীক্ষার্থী এবং প্রার্থীর কাছে রোল মডেল হয়ে উঠল। তাদের অনেকেই আমাদের রাজ্য সরকার পরিচালিত কেন্দ্র থেকে লাগাতার সহায়তা পাচ্ছে।’