🐈 রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স কি পাঁচ বছর বৃদ্ধি পাচ্ছে? তা নিয়ে আচমকা হইচই শুরু হয়ে গিয়েছিল। যদিও সেই বিষয়টি খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়ছে না। আগে শিক্ষকদের অবসরের বয়সসীমা যেটা ছিল, সেটাই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘গতকাল রাতে কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।’
জল্পনার নেপথ্যে ছিল ১টি ভুয়ো বিজ্ঞপ্তি
🐎আসলে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের (প্রাথমিক স্কুল এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষক) অবসরের পাঁচ বছর বাড়ানো হচ্ছে। এতদিন অবসরের বয়স ছিল ৬০। এবার সেটা বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে বলে ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল।
বিভ্রান্তি কাটিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী
🦋ওই ভুয়ো বিজ্ঞপ্তির উপরে 'পশ্চিমবঙ্গ সরকার, স্কুলশিক্ষা দফতর, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা- ৭০০০৯১' লেখা থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেউ-কেউ ওই ভুয়ো বিজ্ঞপ্তিকে সত্যি বলে ভেবে নিয়েছিলেন। যদিও প্রথমেই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘শিক্ষক-শিক্ষিকাদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করার ফেক নোটিশ সবাই ভাইরাল করছেন! এভাবে হয়?’ আর আজ সরকারিভাবে সেই বিভ্রান্তি নিজেই কাটিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। জানিয়ে দিলেন যে বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে, সেটা ভুয়ো।
DA বৃদ্ধির অপেক্ষায় শিক্ষকরা
🐻আর ব্রাত্য যখন সেই বিষয়টি জানিয়েছেন, তখন রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন শিক্ষকরা। এখন তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এখন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক হল ৩৯ শতাংশ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি
𒁃তারইমধ্যে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। ৪৫ নম্বরে আছে ডিএ মামলা।