🏅 ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেশ কিছু অংশ। সেই আবহে এবার সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা রুখতে গিয়ে আক্রান্ত হলেন বিধায়ক পুত্র সহ সরকারি কর্মীরা। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগরের জয়নগর গ্রামে। শুক্রবার দুপুরের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিধায়কের পুত্র। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: 🍌পুকুর ভরাট রুখলেন গ্রামবাসীরা, কাঠগড়ায় TMC নেতা, ‘পুকুর চুরি’ তোপ BJP-র
💖জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে রেজিনগরের ওই সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগ পাওয়ার পরেই শুক্রবার দুপুরে জেলা পরিষদের একটি প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে যান। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরীর পত্র জামিল চৌধুরী এবং জেলা পরিষদের এক সদস্য। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান অভিযোগ সত্যি। একটি পুকুরে জেসিবি নামিয়ে মাটি কাটা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাতেই সরকারি কর্মীদের প্রতিনিধি দল এবং জনপ্রতিনিধিদের উপর চড়াও হন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির স্বামীর অনুগামীরাই এই হামলা চালিয়েছে। প্রতিনিধি দলের তিনটি গাড়িতে হামলা চালানো হয়। যার মধ্যে একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি তাঁদের মারধর করা হয়েছে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বিধায়ক পুত্রকে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে এবিষয়ে জেলা পরিষদের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
ꦬএ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানিয়েছেন, জেলা পরিষদের পুকুর থেকে অবৈধভাবে মাটি তোলা হচ্ছিল। ইঞ্জিনিয়াররা সেখানে যেতেই।তাঁদের ওপর স্থানীয় কিছু লোকজন হামলা চালায়। এই ঘটনায় মাটি কাটা বন্ধের পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ღঘটনায় জামিল চৌধুরী জানিয়েছেন, সরকারি আধিকারিকদের উপর প্রথমে হামলা চালানো হয়। তাঁদের বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন। তিনি দাবি করেছেন, দু’টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁরও অভিযোগ, জেলা পরিষদের পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল।
♎তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিধায়ক পুত্র এবং জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা তৃণমূল নেতা আতাউর রহমান। তিনি দাবি করেছেন, পুকুরের পাড় ভেঙে আশেপাশের বাড়ি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই পুকুরের মাটি থেকে পাড় বাঁধানো হচ্ছিল। তাতে আধিকারিকরা আপত্তি জানালে গ্রামের মহিলারা প্রতিবাদ জানান। মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে বলে তাঁর অভিযোগ। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী জানিয়েছেন, অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল।