𓃲 IPL 2025-র ম্যাচে কার্যত লজ্জার এক রেকর্ড তৈরি করেছে চেন্নাই সুপার কিংস। এমনিতে পাঁচ ম্যাচে হার তাঁদের কাছে নিঃসন্দেহে লজ্জার। তবে এবারের আইপিএলে মাত্র ১০৩ রানে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুটিয়ে যাওয়ার দিনে টি২০ ম্যাচেও নিজেদের ডিফেন্সিভ ক্রিকেটের এক অতি খারাপ নিদর্শন তৈরি করেছেন চেন্নাইয়ের ক্রিকেটাররা।
💦সেই লজ্জার রেকর্ড থেকে বাদ যাননি প্রায় কোনও ব্যাটারই। চেন্নাইয়ের যে কজন ব্যাটার কেকেআরের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন,তাঁরা প্রত্যেকেই একটা না একটা ডট বল খেলেছেনই। মানে রবীন্দ্র জাদেজা সব থেকে কম ২ বলে আউট হয়েছিলেন, তবুও তিনি প্রথম বলে ডট খেলেন। এরপরের বলে আউট হন। আর এই সব মিলিয়েই দেখা যাচ্ছে প্রায় ১০ ওভার ডট বল খেলেই কাটিয়েছে সিএসকে।
🌌চেন্নাই সুপার কিংস দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মোট ৬১টি ডট বল খেলেছে। ২০ওভারে ৬১ ডট বলের অর্থ মাত্র ৫৯ বলে তাঁরা রান করেছেন। যা এক অত্যন্ত লজ্জার রেকর্ড। টি২০ ফরম্যাটের ক্রিকেটে কোনও দলের ব্যাটাররা যে ৬১টি বল এভাবে নষ্ট করতে পারে, সেটা সিএসকের ব্যাটারদের না দেখলে বোঝাই যেত না। ধোনিও বাদ যাননি এই খারাপ রেকর্ড থেকে।
🤪ISL Final - MBSGর বিরুদ্ধে ভারতীয় ডিফেন্সে আস্থা BFC-র! জোড়া বিশ্বকাপারকে ফাইনালে আটকাতে পারবে তো?
৬১টি ডট বল খেলেছে সিএসকে
꧅এক্ষেত্রে এক পরিসংখ্যান ম্যাচ শেষে দেখা যায় যেখানে চোখে পড়ছে বৈভব অরোরার ওভারে ১০টি ডট বল, মইন আলির বোলিংয়ের ১১টি ডট, হর্ষিত রানার ওভারে ১৭টি ডট বল হয়েছে। এছাড়াও বরুণ চক্রবর্তীর ওভার থেকে ১১টি এবং সুনীল নারিনের বোলিংয়ের বিরুদ্ধে ১২টি ডট বল খেলেছে চেন্নাই সুপার কিংস। আর তারপরই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।
ধোনিদের ট্রোলিং করছে নেটিজেনরা
꧒বিসিসিআই চলতি আইপিএলের আগে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতি ডট বল পিছু দেশে ৫০০টি করে গাছ তাঁরা লাগাবে। কিন্তু সিএসকের এই ম্যাচের পর দেখা যাচ্ছে একা চেন্নাই সুপার কিংসই শুক্রবার মোট ৩০৫০০টি গাছ লাগানোর ক্ষেত্রে বিপুল অবদান রেখেছে। এই পরিসংখ্যান তুলে ধরেই ধোনির দলকে নিয়ে ব্যাপক হাসাহাসি হচ্ছে সোশাল মিডিয়া। বলা হচ্ছে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ড পুরোটায় গাছে গাছে ছয়লাপ হয়ে গেছে এদিনের এই ইনিংসের পর।