এবারের আইপিএলে (IPL 2025) টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে চেন্নাই সুুপার কিংস। তাঁদের আইপিএলের ইতিহাসে এটাই টানা হারের নজির। এর আগে কখনও একসঙ্গে এত ম্যাচে হা🌊রতে দেখা যায়নি সিএসকে শিবিরকে। হারের কারণ অবশ্য সকলের কাছ🐲েই জানা। টপ অর্ডারের চূড়ান্ত ব্যর্থতা। মিডল অর্ডারের ম্যাচ রিডিংয়ের অভাব। আর লোয়ার অর্ডারে ম্যাচে ফিনিশিংয়ের ক্ষেত্রে ব্যর্থতা।
হারের ধারা অব্যাহত সিএসকের
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দ🥀ায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, কারণ রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ে চোট রয়েছে। আশা করা হয়েছিল, তাতেই হয়ত (Indian Premier League)- এ জয়ের সরণীতে ফিরবে সিএসকে। কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি। উল্টে এবারের আইপিএলে সব থেকে খারাপ হারটা শুক্রবারই স্বীকার করেছে চেন্নাই সুপার কিংস।
চোট নিয়েই ফুটবল খেললেন রুতুরাজ
রুতুরাজের কনুইয়ে চোটের জন্য গোটা আইপিএল থেকে তিনি ছিটকে𓆏 গেলেও, তাঁর এক ভিডিয়োতে ভক্তরা কার্যত অবাক হয়ে গেছেন। কেকেআর ম্যাচের একদিন আগেই চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গ𝐆েল এই তারকা ক্রিকেটারকে। এরপরই আরও একবার জল্পনা তৈরি হল, তাহলে কি চোটের বিষয়টা শুধুই বাহানা? আসলে খারাপ পারফরমেন্স এবং দলের হারের জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে?
সেই ফুটবল খেলায় অংশ নিয়েছিলেন খোদ মহেন্দ্র সিং ধোনিও। সাধারণত ম্যাচের আগে মুড ভালো রাখার জন্যই এই ধরণের ফুটবল খেলে থাকে ক্রিকেটাররা। কিন্তু চেন্নাই সুপার কিংসের এমন টানা ব্যর্থতার মধ্যে চোট পাওয়া ক্র𒀰িকেটার কীভাবে ফুটবল খেলে বেড়াচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। একদিন আগেই সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিংকে বলতে শোনা গেছিল, ‘রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে গেছে ও কনুইতে চিড় ধরেছে বলে। একজন আন ক্যাপড প্লেয়ার, এমএস ধোনি পরবর্তী ম্যাচগুলোয় দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ’।
রুতুরাজও নিজের ছিটকে যাওয়ার খবর প্রকাশের পর বলেছিলেন, ‘আমি খুবই দুঃখিত কারণ আইপিএলের বাকি পর্বে আমি খেলতে পারব না, দুর্ভাগ্যবশত কনুইয়ের চোটের জন্য। এতদিন সমর্থন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই মন থেকে। এইম মরশুমটা আমাদের কঠিন গেছে,🥀 তবে আমাদের এক তরুণ উইকেটকিপারকে আমরা নেতা হিসেবে পেয়েছি, আশা করব ওনার কামব্যাকে দলও ঘুরে দাঁড়াবে। আমি দলের সঙ্গেই থাকব, ডাগআউট থেকে দলকে সমর্থন করব। এই পরিস্থিতি থেকে দল বেরিয়ে আসুক সেটাই চাইব, তবে সব ক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণে থাকে না। সামনের দিকেই তাকাতে চা🐓ই, খেলোয়াড়দের পাশে থাকতে চাই ’।