টানা চারটি ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় এসেছে। আর তারইমধ্যে চোটের জন্য পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের স্থায়ী অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগু🌠লিতে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি। আর ৪৩ বছরে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হতে হবে ভারতের প্রাক্তন ক্যাপ্টেনকে। আগামিকাল (শুক্রবার) চিপকে সেই ম্যাচ হবে। সেটা ছাড়াও আটটি ম্যাচে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক ধোনিকে। তারপর প্লে-অফ বা ফাইনালে উঠলে সেখানেও ক্যাপ্টেন ধোনিকে দেখা যাবে।
অধিনায়ক ধোনির কাজ খুব একটা সহজ হবে না
তবে এবার ক্যাপ্টেন হিসেবে তাঁর কাজটা মোটেও সহজ হবে না। কারণ এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে𝐆 চেন্নাই। চারটিতে হেরে যাওয়ায় ঝুলিতে মাত্র দু'পয়েন্ট আছে। পয়েন্ট তালিকায় আছে নয় নম্বরে। আর যে ম্যাচগুলিতে হেরে গিয়েছে, সেগুলিতে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে। হাড্ডাহাড্ডি জায়গাতেই পৌঁছায়নি ম্যাচ। যে বিষয়টা একেবারেই ধোনির নেতৃত্বাধীন পুরনো সিএসকের সঙ্গে খাপ খায় না।
তারইমধ্যে বৃহস্পতিবার চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দেন, যে রুতুরাজের অধিনায়কত্বে টানা চারটি ম্যাচে হেরে গিয়েছে সিএসকে, তাঁর কনুইয়ে 'ফ্র্যাকচার’ হয়েছে। তাই বꦕাকি মরশুমে নেতৃত্ব দেবেন ধোনি। যাঁর নেতৃত্বে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে সিএসকে (২০১০ সাল, ২০১১ সাল, ২০১৮ সাল, ২০২১ সাল এবং ২০২৩ সাল)।
জাদেজা থেকে ধোনি, রুতুরাজ থেকে ধোনি!
আর ফ্লেমিংয়ের 🧸সেই ঘোষণার পরই ক্রিকেটপ্রেমীদের তিন বছর আগের কথা মনে পড়ে গিয়েছে। ২০২২ সালের আইপিএল শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে চেন্নাইয়ের তরফে জানানো হয়েছিল যে ধোনির আর্মব্যান্ড উঠছে রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু জাদেজার অধীনে সিএসকে একেবারেই ভালো খেলতে পারছিল না। সেই পরিস্থিতিতে মরশুমের মধ্যে ধোনিকে সিএসকের ক্যাপ্টেন করা হয়েছিল।
সেইসময় চেন্নাইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, 'নিজের খেলায় মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জ♓াদেজা। মহেন্দ্র সিং ধোনি যাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেন, সেই আর্জি জানান। বৃহত্তর স্বার্থে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন ধোনি এবং জাদেজাকে নিজের খেলায় মনোযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন।'
ধোনি ম্যাজিকে মরচে পড়েনি তো?
অর্থাৎ এরকম মরশুমের মধ্যেই প্রথমবার দলের অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন না ধোনি। আগেও করেছেন। কিন্তু তারপর থেকে ধোনির বয়স আরও তিন বছর বেড়েছে। সেদিনের ধোনির আত্মবিশ্বাসে যে কিছুটা মরচে ধরেছে, সেটা ব্যাটিং অর্ডারে নয় নম্বরেও না🦋মা থেকে বোঝা গিয়েছে। সেই পরিস্থিতিতে ধোনি কি এবার সিএসকের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন? উত্তরটা মিলবে শীঘ্রই।