প্রায়শই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম ছিনিয়ে নেন জয়া বচ্চন। তবে কিছুদিন আগে তিনি যা করলেন, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। অক্ষয় কুꦇমারের ‘টয়লেট:এ প্রেম কথা’' সিনেমার নাম নিয়েই তিনি করে বসেন এমন এক মন্তব্য, যা নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছিল তোলপাড়।
টয়লেট: এ প্রেম কথা', এমন শিরোনাম নিয়ে মন্𓄧তব্য করেছিলেন জয়া। তিনি বলেছিলেন, এরকম কোনও সিনেমার নাম যদি হয় সেই ꦑসিনেমা আমি দেখতে স্বচ্ছন্দ বোধ করব না। একসময় সমালোচকদের দ্বারা প্রশংসিত সিনেমাটিকে রীতিমতো ফ্লপ বলে দাগিয়ে দেন জয়া।
আরও পড়ুন: শাহর🦋ুখ খানের সঙ্গে নিজের তুলনা ঊর্বশীর! বললেন, 'ডাকু মহারাজের পর আমি...'
আরও পড়ুন: ক্যানসারের চি💖কিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
জয়া বচ্চনের এই কথায় ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকরা। ‘টয়লেট:এ প্রেম কথা’ বা ‘প্যাডম্যান’ এমন কিছু সিনেমা যা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। এই প্রসঙ্গে সিনেমার প্রযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚোজক মুখ খুল꧅লেও এতদিন নীরব ছিলেন অক্ষয় কুমার। এবার ‘কেশরী ২’ সিনেমার প্রচারে জয়ার মন্তব্য নিয়ে কথা বললেন অক্ষয়।
‘কেশরী ২’ প্রচারের অনুষ্ঠানে অক্ষয়কে যখন জিজ্ঞাসা করা হয়, ইন্ডাস্ট্রির অন্য সেলিব্রিটিরা যখন তাঁর কোনও সিনেমা নিয়ে সমালোচনা করেন তাতে কি ত🍸িনি কষ্ট পান? উত্তরে অক্ষয় বলেন, ‘আমার মনে হয় না কেউ সমালোচনা করেন আমার এমন কোনও সিনেমা নিয়ে ♛যা সচেতনতা বৃদ্ধির জন্য আমি তৈরি করেছিলাম। এমন যদি কেউ করেন, তাহলে তিনি বোকা।’
অক্ষয় আরও বলেন, ‘আপনি বলুন, আমি যে সিনেমা তৈরি করেছিলাম যেমন টয়লেট, প্যাডম্যান, এয়ারলিফট, কেশরী, কেশরী ২, এই সিনেমাগুলি দেখে কেউ সম🍎ালোচনা করতে পা🧸রবেন না। এই সমস্ত সিনেমায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, খারাপ কিছু হয়নি।’
আরও পড়ুন: ৮৯ বছরেও করলেন কামাল, ছেলের ছবির প্রিꦿমিয়ারে এসে ফাটিয়ে নাচ ধর্মেন্দ🤡্রর
আরও পড়ুন: মিনারেল ওয়াটার দি🉐য়ে চুল ধুতেন লাগান ছবির কলাকুশলীরা! আর কী বিশেষ ব্যবস্থা করেছিলেন আমির?
অক্ষয় জয়া বচ্চনের নাম না করায় যখন তাঁকে সরাসরি জয়া বচ্চনের নাম নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘যদি উনি বলে থাকেন তাহলে হ🌠য়তো ঠিক। আমি অন্তত জানি না। ওঁর মনে হয়েছে তাই উনি ♔বলেছেন। উনি নিশ্চয়ই ঠিকই বলে থাকবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’