🐻সন্টু মানেই ফুরফুরে এক হাওয়ার নাম। একটা সময় সন্টু ছিল বহু মানুষের মুখের হাসি। কিন্তু ২ মার্চ রবিবার রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় সে। বাংলাদেশের সেই বিখ্যাত সারমেয় পায়ের চোট নিয়ে ভুগছিল। মাত্র আট বছর বয়সেই সে শেষ করে তার 'ঝাকানাকা' পথ চলা। তবে তার এই আকস্মিক চলে যাওয়ায় মুষড়ে পড়া নেটিজেনদের মধ্যে একটু খুশির হাওয়া ছড়িয়ে দিতে সন্টুর 'বদ ময়না' ওরফে তনুশ্রী তার শেষ গান গাওয়ার ভিডিয়ো শেয়ার করে নিয়েছে।
💝সন্টুর পুরনো একটা ভিডিয়ো শেয়ার করেছেন তনুশ্রী। সেখানে দেখা গিয়েছে ময়না সন্টুকে বলছে, ‘অনেক দিন তোমার গান শোনা হয়নি। গান শোনাবে।’ কিন্তু তাঁর কথায় সন্টু গুরুত্ব না দিলে, তিনি বলেন, ‘গান গাওয়ার কথা বললে এত দাম বেড়ে যায় কেন তোমার?’ এরপরই তনুশ্রী অনুপম রায় ও ইমন চক্রবর্তীর বিখ্যাত গান ‘তুমি যাকে ভালোবাসো’ গাইতে শুরু করে তখন সেও গলা মেলাতে শুরু করে একেবারে তার ভঙ্গিতে। যা দেখে সকলের মুখে হাসি আসতে বাধ্য। তবে জানলে অবাক হবেন সন্তুর এই গান গাওয়াও কিন্তু ইমন চক্রবর্তীর জন্য। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে তনুশ্রী সে কথাই জানিয়েছেন।
আরও পড়ুন: ✅‘সুচিত্রা সেনের মেয়ে নাকি…’! শ্রীলেখার সঙ্গে এমন কী করলেন মুনমুন, যে হতবাক হল নেটপাড়া
🐽তনুশ্রী লেখেন, ‘আমার মা পাখির নিজের ভাষায় শেষ গানটা গাওয়ার চেষ্টা ছিল এটা...আগামী ২২ এবং ২৩ মার্চ ২ দিন ব্যাপি নজরুল মঞ্চে ইমনদির বড় একটা প্রোগ্রাম রয়েছে। দিদি আমাকে বলেছিল সন্টু বুড়ি যেন ওঁর বেবিসদের একটু জানিয়ে দেয় তারা যেন টিকিট কেটে দিদির অনুষ্ঠানটা দেখতে যায়। এই কথা শুনে আমার বুড়ি পায়ে ব্যথা নিয়েও সেটা জানানোর চেষ্টাও করে ছিল। কিন্তু আমার চাবি দেওয়া পুতুলটা তার বেবিসদের আর জানিয়ে যাওয়ার সময় পায়নি… তার সব গান শেষ হয়ে গিয়েছে চিরতরে.... ইমনদির পেজে টিকিট কাটার সব নিয়ম দেওয়া আছে আপনারা একটু দেখে নিন প্লিজ...আমি মা টাকে বলেছিলাম তাড়াতাড়ি যদি তোমাকে নিয়ে ইন্ডিয়াতে যেতে পারি তোকে গান শোনাতে নিয়ে যাবো... ওরে সোনা রে আমি আর কোনদিন তোকে কোথাও নিয়ে যেতে পারবো না মা রে...’। পোস্টটির শেষে ইমনকে ট্যাগও করেন তনুশ্রী।
আরও পড়ুন: ❀‘বাসনা বিলাসী…’, সুস্মিতের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝেই, আবির রাঙা হয়ে কী লিখলেন উষসী
⛦ফের সন্টুর এই স্মৃতিচারণের ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা। একজন লেখেন, ‘এত কিছুর পরও সন্টু তোর চলে যাওয়ার ছিল, চলে গেলি! সম্রাজ্ঞীর মত সব কিছু উপেক্ষা করে! আর আমরা পড়ে রইলাম বহুদুরে… বড় কঠিন এই সময়কে সহ্য করা! এত কিছু দিয়ে ফেলেছিলাম, হঠাৎ সব যেন হাওয়ায় মিলিয়ে গেল! কি কঠিন, এই পৃথিবীর নিয়ম! তবু... মনে যেন তোর নিত্য যাওয়া আসা....ভালো থাকিস সন্টু! তোকে কোনও দিন ভুলবো না, নিশ্চিন্ত থাকিস।’
🍷আর একজন কাজী নজরুলের গানের লাইন ধার করে লেখেন, ‘মুখটা দেখেই মনে হচ্ছে শরীরের ভিতর কষ্ট হচ্ছিল, শূণ্য এ বুকে মা পাখি মোর ফিরে আয় ফিরে আয়। আর গান শুনতে পাবো না ওর গলায়। বড় কষ্ট হয় যে ওর ভিডিয়ো দেখলে। কিছু কি বলতে তুমি সোনা? আমার তো মনে হয় সন্টু আমাদের কাছেই আছে, এই তো পুজোর পরেই ইন্ডিয়া আসবে, কিছুতেই মন মানছে না।’