𒉰 বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক, কোরিওগ্রাফার তিনি, আর সেই ফারাহ খানের নামেই এদিন FIR দায়ের করা হল! কী করেছেন তিনি? ম্যায় হুঁ না ছবির পরিচালক নাকি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন।
আরও পড়ুন:ꦡ বিয়ের বছর ঘোরার আগেই সন্তান! কটাক্ষের জবাবে শ্রীময়ী বললেন, 'আমাদের পারফরমেন্সটা ভাবো...'
কী ঘটেছে?
꧅হিন্দুদের উৎসব দোল নিয়ে নাকি আপত্তিকর মন্তব্য করেছেন ফারাহ খান। আর সেই জন্যই তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক। তাঁকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তাঁর হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তাঁর আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ। রিপোর্ট অনুযায়ী, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। কিন্তু কেন?
🔜গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি এদিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন।
🙈সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি উক্ত শোতে বলেছেন দোল হল অশিক্ষিত, সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব। তাঁর মতে এটা একটি অবমাননাকর মন্তব্য। ফারাহ খানের এই কথা তাঁকে, তাঁর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এই অভিযোগে জানান বিকাশ। শুধু তাঁর নয়, বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান।
🦹আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেছেন, 'আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।'
আরও পড়ুন: 𝄹পরিচালনা না করলেও কাকাবাবু টিমকে ভিডিয়োয় শুভেচ্ছা বার্তা সৃজিতের! কী বললেন প্রসেনজিৎকে?
🧸জানা গিয়েছে ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক। সেখানেই তিনি দোল নিয়ে এই বেফাঁস মন্তব্য করায় একদিকে যেমন তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে, তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় বিস্তর ট্রোলডও হয়েছেন তিনি।