সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ইমন চক্রবর্তীর শো 𓂃তোমায় দেখব বলে অপেরা। নাচ, গান, অভিনয়ে জমজমাট শোয়ের সাক্ষী ছিলেন এদিন লগ্নজিতা চক্রবর্তী। সহকর্মীর শো দেখে এসে প্রতিক্রিয়া জানালেন গায়িকা।
ইমনের শো নিয়ে কী লিখলেন লগ্নজিতা চক্রবর্তী?
২২ মার্চ, শনিবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল ইমন চক্রবর্তীর শো তোমায় দেখব বলে। সেখানেই এদিন শো দেখতে এসেছিলেন লগ্নজিতা চক্রবর্তী। সহকর্মীর শোতে🍷 তাঁর সঙ্গে দেখা গেল টলিউডের একাধিক পরিচিত মুখকে। ইমন চক্রবর্তীর শো দেখতে এসেছিলেন কৌশি🌠ক গঙ্গোপাধ্যায়। ছিলেন নবারুণ বসু, প্রাঞ্জল দাস, প্রমুখের মতো মিউজিক ডিরেক্টররা। তাঁদের সকলের সঙ্গে লগ্নজিতাকে ছবি পোস্ট করতে দেখা গেল গায়িকাকে।
আরও পড়ুন: 'আরেকটা গানের ও♕পারে হতে চলেছে চিরসখা', দাবি দুলাল লাহিড়ির! সুদীপের প্রশংসায় কী লিখলেন অভিনেতা?
এদিন এই ছবিগুলো পোস্ট করে বসন্ত এসে গেছে গায়িকা ইমনের শোয়ের বিষয়ে লেখেন, 'দেখে এলাম ইমন চক্রবর্তীর নতুন প্রয়াস তোমায় দেখব বলে। প্রথ﷽মত, ইমন সব মিলিয়ে দারুণ; ওর গানের সঙ্গে সঙ্গে পরিবেশন, অভিনয় সব কিছুই অসাধারণ। সঙ্গীত অনুসঙ্গ নির্মাণে অসাধারণ নীলাঞ্জন ঘোষ, কাহিনী ধারাবাহিকতায় দুর্দান্ত কাজ করেছেন আকাশ; আর উপরি পাওনা হলো অরুণাভ খাসনবিশের এই নতুন অবতার। দেখে আসুন ইমন চক্রবর্তীর নতুন প্রয়াস,তোমায় দেখব বলে, ভালো লাগবে নিশ্চিত।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২৩ মার্চ, রবিবারও অনুষ্ঠিত হবে এই তোমায় দেখব বলে অপেরা।
ইমন চক্রবর্তীর শো
এদিন ইমন চক্রবর্তী তাঁর এই শোয়ে তুমি যাকে ভালোবাসো থেকে শুরু করে রঙ্গবতীর মতো একাধিক হিট গান গেয়ে শোনান। খালি গান নয়, তাঁকে গানের সঙ্🌸গে নাচতেও দেখা গিয়েছে। এদিন রঙꦕ্গবতী গানটিতে ইমনের সঙ্গে নেচেছেন গোত্র ছবিতে যিনি নেচেছিলেন গানটিতে সেই দেবলীনা কুমার।

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল থেকে ফের বাদ আরেক বাঙালি! টপ ৬-এ শুভজিৎ-মানসীর স🍷ঙ্গে জায☂়গা পাকা করলেন কারা?