সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আরবি ছবি ‘বুরখা সিটি’ নামক একটি নাতিদীর্ঘ সিনেমার একটি ক্লিপিং ভাইরাল হয়। কয়েক মিনিটের এই ক্লিপিং দেখে রীতিমতো হতবাক হয়ে যান সকলে কারণ কিছু দৃশ্যের সঙ্গে অবিকল মিল রয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার বেশকিছু দৃশ্যের। এবার এই প্রসঙ🌄্গে মুখ খুললেন আরবি ছবি ‘বুরখা সিটি’ - এর পরিচালক।
কিছুদিন আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যাব্রিস ব্রাক পরিচালিত নাতিদীর্ঘ আরবি ছবি ‘বুরখা সিটি’-এর সঙ্গে ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ছবির কিছু চমকপ্রদ মিল পাওয়া যায়। এই দুটি সিনেমার 🅷অপ্রত্যাশিত মিল নিয়ে এবার কথা বললেন ‘বুরখা সিটি’-এর পরিচালক। কী বললেন তিনি?
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার টানা ১০টি ♒সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিকা
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার ট🉐ানা ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিকা
ফ্যাব্রিস ব্রাক IFP- কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনেমা দুটির মধ্যে এত মিল যে রয়েছে তিনি তা আগে জানতেন না। সম্প্রতি তিনি ‘লাপাতা লেডিস’ দেখেছেন এবং রীতিমতো অবাক হয়ে গেছেন এই দেখে যে সত্যি তাঁর গল্পের সঙ্গে সিনেমার গল্পের অনেকটাই মিল রয়েছে। দ♓ুই গল্পেই পুলিশ অফিসার, স্ত্রী হারিয়ে যাওয়ার ঘটনা, দুই স্বামীর মধ্যে অমিল সবকিছুই দেখানো হয়েꦍছে।
পরিচালক বলেন, ‘শেষে যে টুইস্ট দেখানো হয়েছে সিনেমায়, সেখানেও অনেক মিল রয়েছে। গল্পের শেষে জানতে পারা যায় মহিলাটি ইচ্ছাকৃতভাবে স্বামী নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয🍌়ে গিয়েছিল, এটিই আমার সিনেমার গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আমার সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছিল ২০১৭ সালে, শ্যুটিং হয়েছিল ২০১৮ সালে, ২০১৯ সালে বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি দেখানো হয়েছিল। ২০২০ সালে কলকাতা এবং আরোভিলের দুটি উৎসবেও দেখানো হয়েছিল এই সিনেমাটি।’
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা 𒁃টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: আসতে চলেছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে বেছে নেওয🐠়াܫ হল কাদের?
‘লাপাতা লেডিস’ দেখে কী অনুভূতি হয়েছিল জানতে চাইলে পরিচালক বলেন, ‘যখন আমি জানতে পারি আমার সিনেমার সঙ্গে অনেকটাই মিল রয়েছে তখন আমি একই সঙ্গে অবাক এবং দুঃখও পেয়েছিলাম। বিশেষ করে তখন আমি কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারি যে ‘লাপাতা লেডিস’ ভারতের ব্যাপক সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, সিনেমাটি অস্কারের জন্যও মনোনীত হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল ‘বুরখা সিটি’-কে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরিত♎ করার, কিন্তু সেটা কি আর সম্ভব?’
প্রসঙ্গত, দুঃখ প্রকাশ করার পাশাপাশি ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রযোজকদের সঙ্গেও কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক ফ্যাব্রিস ব্রাক। অন্যদিকে ‘লাপাতা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী শনিবার একটি বিবৃতি জারি করে গল্প চুরি করার সমস্ত অভিযোগ অস্বীকꦜার করেছেন। ♈তিনি জানিয়েছেন, এমন অভিযোগ শুধুমাত্র লেখকের প্রচেষ্টাকে ক্ষুন্ন করে তা নয়, গোটা টিমের অক্লান্ত প্রচেষ্টাকেও ক্ষুন্ন করে।