মা ও ছেলের গল্প নিয়ে আসছে যশ-নুসরতের ছবি ‘আড়ি’। আর এই ছবির অন্যতম ইউএসপি মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিতে যশ দাশগুপ্তꦍের মায়ের ভূমিকায় দেখা যাবে কিংবদন্তি মৌসুমীকে। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন যশ-নুসরত। অভিনেত্রী বলেন, ‘এই ছবির নায়ক আর কেউ নন, আসল নায়ক হল ছবি গল্প।’ মূলত মা-ছেলের ইমোশনাল গল্পই বলবে এই 'আড়ি'।
'আড়ি' মুক্তি পাচ্ছে আগামী ২৫ এপ্রিল। তার আগে বাড়িতে বসে ছবির গানে ছেলে ঈশানের সঙ্গে সুন্দর মুহূ🦂র্তে ধরা দিলেন অভিনেত্রী। নুসরত নিজেই সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কী আছে সেখানে?
নুসরতের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মা ও ছেলে বিছানায় বসে 'আড়ি'র একটি গান শুনছেন ও দেখছেন। যে গানের দৃশ্যে রয়েছেন যশ-নুসরত। ছোট্ট ঈ𝕴শান, নুসরতকে ‘মাম্মা…’, বলে কিছু একটা বলতে যায়। নুসরত তার কড়ে আঙুলে আঙুল ঠেকিয়ে প্রশ্ন করে, ‘What Is This?’ ঈশান তখন আদো আদো স্বরে বলে ‘আ-ই’ অর্থাৎ আড়ি। ছেলের কথা শুনে অভিনেত্রী বলে ওঠেন বাহ…। যদিও এই ভিডিয়োতে ঈশান বা নুসরত কারোরই মুখ দেখা যায় নি। শুধু মুহূর্তগুলি ধরা পড়়েছে।𓃲 ‘ছেলের সাথে never #AARII’ ক্যাপশানে এই ভিডিয়োটি পোস্ট করেছেন নুসরত।
আরও পড়ুন-বাংলা ছেড়ে এবার ওড়িয়া ছবিতে ‘লাক ট্রাই’ করছেন! কোন সিনেমায় রয়েছেন বনি? নায়িকা কে�﷽�?
নুসরতের এই মা-ছেলের সুন্দর মুহূর্তের ভিডিয়ো ♛দেখা ভালোবাস🦩ায় ভরিয়েছে নেটপাড়া।
প্রসঙ্গত, এই🎃 ছবির গল্পও মা-ছেলের। আবার বাস্তবে নুসরত নিজেও এখন মা। ছবির ট্রেলার লঞ্চে নুসরতকে প্রশ্ন করা হয়। তাঁর বাড়িতে কার রাজত্ব চলে? উত্তরে নুসরত জানিয়ছিলেন, তাঁর ছেলে এখন খুবই ছোট, তবে বাড়িতে ছোট্ট ঈ⛎শানেরই রাজত্ব চলে। আবার দুষ্টুমি করলে ও বকাও খায় বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সারাদিন বেশ ব্যস্ততার মধ্যেই কাটে তাঁর। কাজের মাঝেই ছেলের খবরাখবর নিতে থাকেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমিও হয়ত অন্য বাঙালি মায়েদের মতো, বাঙালি মায়েরা যেমন বাচ্চাদের বড় হতেই দেয় না। সব সময় আগলে রাখতে চায়।’
২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে 'আড়ি' এই ছবিটি যশ যেমন তাঁর বাবা-মাকে উৎসর্গ করেছেন, তেমনই নুসরতও ছবিটি তাঁর বাবা-মাকে উৎসর্গ কর꧙েছেন বলে জানান।