রবিবার মাতাল হয়ে, গাড়ি চালিয়ে, এক পথাচারীকে পিষে দিয়েছেন টলিউডের পরিচালক ভিক্টো। একাধিক মানুষ জখম। আর তারপর থেকে বেদম বিরক্ত নেটিজেনরা। টলিউড পরিচালকের কঠিন শাস্তির দাবি তুলেছেন তাঁরা। তবে ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসকে নিয়ে চর্চার মাঝে, সোশ্যাল🔯 মিডিয়ায় ভাইরাল তাঁর প্রেমিকার ছবি। আর সেই প্রেমিকা, মিষ্⭕টি মুখোপাধ্যায় যেহেতু পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ভাগ্নি, তাই চর্চা যেন আরও বেশি।
রাজের পরিচালনায় ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে পরিচালন করতেন এই ভিক💃্টো। আর মামার সেই প্রোজেক্টের অংশ ছিলেন মিষ্টি নিজেও। সেখানেই দুজনের প্রেম। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের প্রোফাইল খুললে দুজনের একাধিক রোম্যান্টিক ছবিতে ভর্তি। ইতিমধ্যেই নেটপাড়ার জ্বালাতনে, নিজের প্রোফাইল ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন মিষ্টি। এবার সন্তানসম ভাগ্নির হয়ে মুখ খুললে মামা রাজ।
যেভাবে ভিক্টোর প্রসঙ্গ টেনে, তাঁর ভাগ💟্নিকে টানা হচ্ছে তাতে বিরক্তি প্রকাশ করলেন রাজ। প্রশ্ন তুললেন, আদৌ কি ২১ বছরের মিষ্টি জানত, এমন কোনো 💙কাজ করতে পারে ভিক্টো।
ওয়ালকে দেওয়া সাক্ౠষাৎকারে রাজ বললেন, ‘বাচ্চা মেয়েটা কি এটা জানত যে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে? ভিক্টো যেটা করেছে সেটা অপরাধ, ক্ষমার অযোগ্য। কিন্তু তাতে আমার ভাগ্নিকে জড়িয়ে যেভাবে রাজনীতির রং লাগানܫো হচ্ছে, তাতে আমরা হতবাক।’
রাজ আরও বলেন, ‘ও তো ভালোবেসে সম্পর্কে ছিꦚল। ওর কী অপরাধ এখানে! কেউ কি ভেবেছেন, এখন ওর মানসিক অবস্থা ঠিক কী! আমার পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে।’
সঙ্গে যারা রাজনীতি করার জন্য♛ বা একটু ভিউজ পেতে মিষ্টি মুখোপাধ্যায় ও ভিক্টোর ছবি ব্যবহার করছেন, তাঁদের উদ্দেশে রাজ পালটা প্রশ্ন তুললেন, ‘সংবেদনশীলতার এত অভাব! অবাক হয়ে যাচ্ছি, যারা ওর ছবি ব্যবহার করে মিথ্যে প্রচার চালাচ্ছে। আমার ভাগ্নিক༒ে জড়িয়ে যেভাবে এই ঘটনায় রাজনীতির রঙ লাগানো হচ্ছে তাতে আমি সত্যিই হতবাক! ভিক্টোকে আমি চিনতাম, কোনওদিনও কাছের ছিল না। তবু চিনতাম তো। সে যে এরকম এক ঘৃণ্য কাজ করবে সেটা ভাবতেই পারছি না।’
সান বাংলার নতুন মেগা, ‘ভিডিয়ো বৌমা’-র টিআরপি ভালো আসায়, শনিবার রাতভর পার্টি করেন কিছু তারকা। যার মধ্যে আছেন, আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। আরিয়ান ও স্যান্ডি নাকি আলাদা একটি গাꦗড়িতꦚে ফেরেন বাড়ি। যেহেতু রবিবার সকালে তাঁদের ফ্লোরে যাওয়ার কথা। সেই গাড়ি চালায় আরিয়ানের ড্রাইভার। পরে আরিয়ানের বাড়িতে নিজের গাড়ি চালিয়ে আসেন ভিক্টো, ঋ আর শ্রিয়া। সেখানে ফের পোস্ট-পার্টি চলে। এরপর সকালে আরিয়ানের বাড়ি থেকে বের হ ভিক্টো, এবারেও নিজে গাড়ি ড্রাইভ করেন। তারপরই ঠাকুরপুকুরে মদ্যপ ভিক্টো নিয়ন্ত্রণ হারায়। একটি বাইকে ধাক্ক মারে প্রথমে ভরা বাজারে গাড়ি ঢুকিয়ে ফেলে (স্পষ্ট প্রমণ মিলেছে সিসিটিভি থেকে)। এরপর সেখান থেকে পালাতে গিয়ে, একের পর এক পথচারীকে পিষে দিতে থাকে সে। আপাতত গ্রেফতার করা হয়েছে এই পরিচালককে।