পরিবার অন্ত প্রাণ সলমন খান। দুই ভাই আরবা🔯জ-সোহেল, বাবা সেলিম খান, মা সালমা খান, সৎ মা হেলেন, দুই বোন আলভিরা-অর্পিতা, এছাড়া ভাইবোনদের সন্তানের নিয়েই মেতে থাকেন বেশিরভাগ সময়। যে কোনো অনুষ্ঠানেই, পরিবারকে সময় দেন। সম্প্রতি তাঁর বাবা সেলিম খান এক সাক্ষাৎকারে জানালেন যে, সবার মধ্যে বড় ছেলে সলমনকেই বেশি বকা দিয়েছেন। পিতা-পুত্রের সম্পর্কে এমন এক সময়ও এসেছিল, যখন ৬ মাস ধরে তাদের মধ্যে কোনো কথা হয়নি।
ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে কথোপকথনে সেলিম খান জানান যে, ‘আমি আমার সব ছেলেমেয়েদেরই বকা দিয়েছি। তবে সলমনকে সবচেয়ে বেশি। কারণ সে আমাদের মধ্যে সবচেয়ে বড়।’ তিনি আরও বলেন, ‘একদিন ও আমাকে বলেছিল, ওর স্বভাব নাকি আমার সঙ্গে মেলে! তাতে আমি ওকে বলেছিলাম যে, 'ছেলে, এটা তোমার জন্য প্রশংসা হতে পারে, আমার জন্য না! দয়া কর𝔍ে বোঝো আমি চাই না, আমার কোন কোন অভ্যাস তুমি অনুসরণ করো'।’ সেলিম এই সাক্ষাৎকারে আরও জানান যে, এরকমও হয়েছে প্রায় ৬ মাস কোনো কথা হয়নি বাবা আর ছেলের।
আরও পড়ুন: ‘আমার বাবা-মা শুধু…’, সুইমিং স্যুট পরে কাকা ঋষির রোষে পড়েন?�🌼� কী জবাব করিশ্মার
সলমন খানের তাঁর বাবা সেলিম খানཧের সবচেয়ে কাছের। সম্প্রতি ‘সিকন্দর’-এর ট্রেলার লঞ্চেও🌃 অভিনেতা তাঁর বাবার সঙ্গে উপস্থিত ছিলেন।
এমনকী, শোনা যায়, একসময় যখন সালমার সঙ্গে বিবাহিত থাকাকালীনই সেলিম বিয়ে করেন হেলেনকে, তখনও তাঁর দূরত্ব তৈরি হয়েছিল সন্তানদের সঙ্গে। তবে ধীরে ধীরে একদিন সবটা স্বাভাবিꦿক হয়। হেলেনকেও নিজের মায়ের মতোই আগলে রাখেন সলমন। দুই মা-কে পাশে বসিয়ে ছবিও তোলেন সলমন খান।
আরও পড়ুন: মানসী-শুভজিৎদের ফেললেন পিছনে, ইন্ডিয়ান আইডলের ফাইনালে কোন প্র🌟স্তাব পেলেন স্নেহা?
কাজের সূত্রে,🍎 সলমন খান তাঁর সর্বশেষ ছবি ‘সিকন্দর’ নিয়ে খবরের শিরোনামে রয়েছে। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার পর, তেমন সাফল্য পায়নি। দর্শক ও চলচ্চিত্র সমালোচকরা সি♑কন্দরকে ‘বস্তাপচা’ ট্যাগ দিয়েছেন।
আরও পড়ুন: বাঙালি হলেও, বাংলায় সেভাবে থাকেননি শ্রেয়া! কোথায় বড় হওয়া, পড়তেন কোন🍨 স্কুল-কলেজে
বক্স অফিস সংগ্রহের কথা বললে, ছবিটি ইদের দিন মুক্তি পাওয়ার পরেও, সেভাবে ব্যবসা করতে🌌 সক্ষম হয়নি। এমন খবরও রয়েছে যে, দর্শক না থাকা♚র কারণে ছবির অনেক শো বাতিল করতে হয়েছে। ৬ দিনে ১০০ কোটির গণ্ডি পেরোতে পারেনি ছবিটি। সলমন খানের সঙ্গে সিকন্দরে রশ্মিকা মন্দান্না, কাজল আগরওয়াল, শরমন যোশি এবং সত্যরাজ অভিনয় করেছেন।