সিꦗকন্দরে বক্স অফিস ১৩তম দিন: শুরু থেকেই বক্স অফিসে তেমন ঝোড়ো পারফর্ম করতে পারেনি সলমনের ‘সিকন্দর’। তবে গতি ধীর হলেও বক্স অফিসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল 'ভাইজান'-এর এই ছবি। তবে ইতিমধ্যেই বক্স অফিসে 'সিকন্দর' সলমনের সঙ্গে লড়াই জিতে এসে হাজির হয়েছেন 'জাট' সানি দেওয়ার। ১০ই এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওলের ছবি। বলাইবহুল্য এবার 'জাট' ও 'সিকন্দর'-এর মধ্যে বক্স অফিস লড়াই শুরু হবেই। তবে তথ্য বলছে এই মুহূর্তে সুপারস্টার সলমনের ছবিটি বেশ পিছিয়ে পড়েছে। ঘরোয়া বক্স অফিসে ১৫০ কোটির ঘর টপকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ‘সিকন্দর’কে।
বক্স অফিসে ‘সিকান্দার’-এর দুর্বল পারফরম্যান্স
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com,-তথ্য অনুযায়ী, ‘জাঠ’ ছবি মুক্তির পর ১২তম দিনে ‘সিকন্দর’ মাত্র ৭৫ লক্ষ টাকা আয় করে। এরপর প্রাথমিক অনুমান অনুযায়ী, ১৩তম দিনে 'সিকন্দর'-এর আয় আ📖রও কমে মাত্র ৩ লক্ষ টাকায় নেমে এসেছে। এর ফলে ছবিটির ঘরোয়া বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি টাকা। বিশ্বব্যাপী এটা ২৫০ কোটি টাকা আয় করে💝 ফেলেছে। তবে এরপরেও দেশীয় বক্স অফিসে এই সলমনের ছবিটিকে বেশ লড়াই-এর সম্মুখীন হতে হচ্ছে।
বক্স অফিসে ‘জাট’-এর পারফরম্যান্স
অন্যদিকে, সানি দেওলের ‘জাট’ বক্স অফিসে নিজের মোমেন্টাম ধরে রেখেছে। মুক্তির পরই সলমনের ‘সিকান্দার’-কে কঠিন প্রতিযোগিতায়ে ঠেলে দিয়েছে সানির ‘জাট’। রণদীপ হুডা, রেজিনা ক্যাসা♊ন্ড্রা প্রমুখ অভিনয় করা এই ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং সপ্তাহান্তে ভালো পারফরম্যান্স করার আশা করা হচ্ছে। Sacnilk.com- তথ্য অনুযায়ী 'জাট' মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে বলে খবর। সর্বশেষ বক্স অফিস আপডেট অনুসারে, মুক্তির ২ দিনে ‘জাট’-এর আগ বক্স অফিসে১৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে প্রথম দিন এই ছবির আয় ছিল ৯.০৫ কোটি টাকা।
‘সিকন্দর’ সম্পর্কে
এই অ্যাকশন-থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি ‘গজিনি’, ‘কাথ্থি’, ‘সরকার’ প্রভৃতি ছবির বানিয়ে পরিচিতি পেয়েছেন। ‘সিকান্দার’ ছিল চলতি বছরের অন্যতম প্রত্যাশিত ছবি, যা ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর সলমনের বড় পর্দায় ফিরে নিজস্ব ভঙ্গীতে ফিরে আসার কথা বলেছিল। এই ছবিতে ভাইজান-কে তীব্রতা অ্যাকশন-প্যাকড চরিত্রে দেখা গেছে। তবে, এর পরেও এটি ভক্তদের একাংশের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কেউ কে🍌উ সলমনের বড় পর্দায় ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত হলেও বহু দর্শক বলেছেন এই ছবির গল্প ꦺদুর্বল ও নিষ্প্রাণ বহু দৃশ্যের কারণে তাঁরা হতাশ হয়েছেন। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ছবিটি নিয়ে মিশ্র-নেতিবাচক পর্যালোচনা মিলেছে।
'জাট' সম্পর্কে
গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে 'জাঠ'। এই ছবিটির পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মাইথেরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থার তরফে এটি প্রযোজনা করেছে। মুখ্য ভূমিকায় সানি দেওল, রণদীপ হুডা, সাইয়মি খের আছেন। তেলেগু সিনেমায় সফলতার পর পরিচালক গোপীচাঁদ মালিনেনি হিন্দি সিনেমায় অভিষেক করছেন। ছবির চিত্রনাট্যের পুরো কৃতিত্বই প্রাপ্য গোপীচাঁদের। এই ছবির প্রথ๊মার্ধে বূেশ আকর্ষণীয়। আবার এই ছবিতে অনেক মশলা-ই আছে আঁটসাঁট গল্পে প্রকৃত অর্থেই মজার উপাদানও পয়েথে। চিত্রনাট্যটি সু-গতিসম্পন্ন, আপনাকে আকর্ষণ করে। তবে ভবিষ্যতে এই ছবির গতি বক্স অফিসে কীভাবে এগোবে, তা সময়ই বলবে।