বলিউডে দিদি কাজলের সাফল্য আকাশচুম্বী। যদিও সেভাবে জনপ্রিয়তা পাননি তনিশা মুখোপাধ্যায়। হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করলেও, একটিও হিট হয়নি। বিগ বসে ভাগ নেন, তবে সেই সিজনে ট্রফি জেতেন গওহর খান। তবে এবার তনিশা এক🌜েবারে সকলকে চমকে দিলেন এক ফ্যাশন শো-তে গিয়ে। কালো ফিনফিনে পোশাক, বুক আর নিতম্ব সাদা ফুল দিয়ে ঢাকা!
তনিশা মুখোপাধ্যায়ের এই লুক এক𓃲াধিক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর নেটপাড়া রীতিমতো হতবাক এই সাজ দেখে। প্রশংসার থেকে গালমন্দই জুটল বেশি। ‘সস্তার মেট গালা’ বলে ট্রোল করাജ হচ্ছে অনলাইনে।
একজন মন্তব্য করলেন, ‘আমি তো প্রথমে ভাবলাম উরফি! তারপর দেখলাম ওমা, এ🎃 তো কাজলের বোন!’ আরেকজন আবার লিখলেন, ‘উরফি ২.০’। তৃতীয়জনের মন্তব্য, ‘এই জামাটা দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না! ফোন হাতে নিয়ে বসে আছি তাই।’ চতুর্থজন লিখলেন, ‘উর্ফির জন্মদিনের পার্টি ছিল নাকি?’
দেখুন সেই ভিডিয়ো-
এই ইভেন্টে সুস্মিতা ✤সেন, ভামিকা গাব্বি, সানি লিওন, রসিকা দুগ্গল, হুমা কুরেশি, বাবিল খান-সহ আরও অনেক অভিনেতা উপস্থিত ছিলেন। সকলেই থিম অনুযায়ী পোশাক পরেছিলেন।