জি বাংলায় প্রতিদিন ঠিক সাড়ে ৯:৩০ মিনিট নাগাদ সম্প্রচারিত হয় অন্যতম জনপ্রিয💧় ধারাবাহিক মিঠিঝোরা। তিন বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটির মূল আকর্ষণ রাইপূর্ণা ওরফে আরাত্রিকা।
সিরিয়ালের বিগত কয়েকটি এপিসোডে দেখা গিয়েছিল ভুলে যাওয়ার নাটক করে পরিবারের সকলকে দূরে সরিয়ে দিয়েছিল রাই। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। রাই যে বাড়ি যেতে আশ্রয় নিয়েছিল ঠিক সেই বাড়িতেই এসে♊ পৌঁছয় অনির্বাণ। সামনাসামনি দেখা না হলেও অনির্বাণকে দেখে রাইয়ের প্রতিক♓্রিয়া চোখ এড়াইনি আশ্রয়দাতা পরিবারের কারোও।
আরও পড়ুন: কমেডির মোড়কে রণবীরকে কটাক𒁃্ষ কমেডিয়ান বরুণের, হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: 'হঠাৎই একটা...' বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কনভয়, ঠিক ꦚকী ঘটেছিল জানালেন খোদ সৌরভ
অনির্বাণের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে রাইয়ের পরিবার এবং অনির্বাণকে বাড়িতে নিয়ে আসেন তাঁরা। পরিবার এবং অনির্বাণের সঙ্গে আবার দেখা হয়ে যায় রাইয়ের।🀅 সমস্ত ভুল বোঝাবুঝি পেছনে ফেলে দিয়ে ফের সাত পাকে বাঁধা পড়েཧ রাই এবং অনির্বাণ।
রাই যখন নতুন জীবন শুরু করছে, যখন মনে হচ্ছে আর কোনও বিপদ তাকে ছুঁতে পারবে না, ঠিক তখনই র𓃲াইয়ের জীবনে আবার ঝড়ের আগমন ঘটে। বিয়ের পর মধুচন্দ্রিমায় জঙ্গলে বেড়াতে যায় নবদম্পতি। রাইকে গাড়িতে রেখে ক্যামেরা হাতে জঙ্গলের মধ্যে চলে যায় অনির্বাণ।
অনির্বাণ জঙ্গলের মধ্যে কিছুটা যেতেই হঠাৎ করে হাতꦫির কবলে পড়ে সে। এবার? জি বাংলা তরফ থেকে যে ছবিগুলি পোস্ট করা হয় সেই ছবির শেষ ছবিতে দেখা যায় অনির্বাণ ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। অনির্বাণ কি তাহলে মারা গেল? অনির্বাণকে কি করে খুঁজে পাবে রাই?
আরও পড়ুন: পিসতুতো ভাইয়ের মেহꦚ🙈েন্দি, পিসিমা রীমার সঙ্গে জমিয়ে নাচ রণবীর-করিনার
আরও পড়ুন: নতুন 🌱শুরু অনির্বাণের! একেন বাবুর পাশাপাশি এবার ধরা দেবেন কোন গোয়েন্দার ꦆচরিত্রে?
মিঠিঝোরা ধারাবাহিকের নতুন এপিসোডগুলি যদি আপনাকে দেখতে হয় তাহলে এবার আর ৯:৩০ মিনিট নয়, ১০:১৫ꦬ থেকে চোখ রাখতে হবে জি বাংলায়। আগামী ৩ মার্চ থেকে নতুন সময়ে আপনি দেখতে পাবেন এই ধারাবাহিক। সোম থেকে শুক্র ঠিক রাত ১০:১৫ মিনিট থেকে সম্প্রচারিত হ🅘বে মিঠিঝোরা।