নাকছাবির সূত্র ধরেই দিল্লির মহিলা খুনের কিনারা করে ফেলল পুলিশ। আর স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী স্বামীকে। গত ১৫ মার্চ দিল্লির ড্রেন থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার পরিচয় জানতে তদন্ত শুরু করে💦 পুলিশ। তাদের সাহায্য করে মৃতার নাকের নাকছাবি এবং ডায়েরি।
আরও পড়ুন-ভিনজাতের প্রেমিকের সঙ্গে ওপালানোর মাশুল! বিহারের মেয়েকে খুন প্রাক্তন সেনাকর্মী বাবার
পুলিশ সূত্রে খবর, দিল্লির ড্রেনে সাদা চাদর এবং সিমেন্টের বস্তার সঙ্গে পাথর বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলার দেহ। কিন্তু মৃতদেহ শনাক্ত করার মতো কোনও সূত্র পাচ্ছিল না পুলিশ। শেষ পর্যন্ত মৃতার নাকের নাকছাবি নিয়ে দিল্লির সোনার দোকানগুলিতে খোঁজ শুরু করে তারা।অবশেষে একটি সূত্র পা🐭য় দিল্লি পুলিশ। দক্ষিণ দিল্লির একটি সোনার দোকানের তরফে জানানো হয়, নাকছাবিটি সেখান থেকেই কিনেছিলেন অনিল বলে এক ব্যক্তি।গুরগাঁওয়ে নিজের ফার্ম হাউজে থাকেন অনিল। জানা যায়, ৪৭ বছর বয়সি ওই মৃত মহিলার নাম সীমা সিং। এরপরেই অনিলের গুরগাঁওয়ের ফার্মহাউসে হানা দেয় পুলিশ।
ওই ব্যবসায়ীর ফার্মহাউসে হানা দিয়ে পুলিশ জানতে পারে, সীমা সিং সম্পর্কে অনিলের স্ত্রী। কুড়ি বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। সীমা সিংয়ের সঙ্গে কথা বলতে চাইলে ওই ব্যবসায়ী জানান, 🔯ফোন রেখেই তাঁর স্ত্রী বৃন্দাবন বেড়াতে গিয়েছেন। এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে।এরপর দ্বারকায় অনিলের অফিসে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ডায়েরি থেকে সীমার বাপের বাড়ির নম্বর পান তদন্তকারীরা। সেই নম্বরে ফোন করলে সীমা সিংয়ের বোন জানান, গত ১১ মার্চ থেকে দিদির সঙ্গে তাঁদের কোনও যোগাযোই নেই। জামাইবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন, সীমা জয়পুরে রয়েছেন, তাঁর মেজাজ খারা𒀰প থাকায় তিনি কারও সঙ্গে কথা বলতে চাইছেন না। পরে তিনি দিদির সঙ্গে তাঁদের কথা বলিয়ে দেবেন বলেও শ্যালিকাকে আশ্বস্ত করেন। তাঁরা পুলিশের দ্বারস্থ হতে চাইলে বুঝিয়ে সুঝিয়ে আটকে দেন অনিল।
আরও পড়ুন-ভিনজাতের 🎐প্রেমিকের সঙ্গে পালানোর মাশুল! বিহারের মেয়েকে খুন প্রাক্তন সেনাকর্মী বাবার
গত ১ এপ্রিল বাপের বাড়ির সদস্যরা🗹 সীমা সিংয়ের দেহ শনাক্ত করেন। ওই মহিলার বড় ছেলেও মাকে শনাক্ত করে। ময়নাতদন্ত রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ করে ওই মহিলাকে খুন করা হয়েছে। এরপরই সীমা সিংয়ের স্বামী অনিল কুমার এবং তাঁর দেহরক্ষী শিব শঙ্করকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কী কারণে স্ত্রীকে খুন করেছেন অনিল তা জানার চেষ্টা করছে পুলিশ।