'লজ্জা' দিলেন দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে মহিলা সহযাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। ৩ এপ্রিল মন্টানার ফেডারেল প্রসিকিউটর কার্ট আলমে এক বিবৃতিতে বলেন, মন্টানা থেকে টেক্সাসগামী বিমানে ভবেশকুমার দাইহাভাই শুক্লার (৩৬) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। (আরও পড়ুন: ফেস ID, QR কোড ফিচার সহ নতুন꧟ আধার অ্যাপ আনল সরকার, দেখে নিন কীভাবে কাজ করবে এটি?)
🏅আরও পড়ুনꦗ-Waqf Act: বিজ্ঞপ্তি জারি ওয়াকফ আইনের, ‘ডিফেন্সের’ জন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রের
বিবৃতিতে বলা হয়েছে, 'নিউ জার্সির লেক হিয়াওয়াথার বাসিন্দা শুক্লাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান অবমাননাকর আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে শুক্লার দুই বছরের কারাদণ্ড, আড়াই লক্ষ মার্কিন ডলার জরিমানা হতে পারে। এবং কমপক্ষে পাঁচ বছরের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হতে পারে।' বিবৃতিতে বলা হয়েছে, এফবিআই, আইসিই এবং ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ এই ঘটনার তদন্ত করছে। ১৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে ওই ভারতীয় বংশোদ্ভূতকে পেশ করা হবে।মার্কিন অ্যাটর্নি অফিস মামলাটি পরিচালনা করছে। (আরও পড়ুন: মোদীরꩲ বৈঠক নিয়ে 'গল্প' বলেছিলেন ইউনুসের সচিব, এবার স🌟ত্যিটা সামনে আনলেন উপদেষ্টা)
আরও পড়ুন: নজরদারিতে ডোভ☂াল, আজ ভারতে পা রাখতে পারে তাহাউর রা🍷না, বিশদে জানুন ওর কাণ্ডকারখানা
জানা গেছে, ২৬ জানুয়ারি বোজেম্যান থেকে ডালাসগামী মার্কিন এয়ারলাইন্সের একটি বিমানে শুক্লা অন্য যাত্রীদের অনুমতি ছাড়াই অন্য এক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পাশাপাশি মন্টানার ফেডারেল 🍃আদালতে দাখিল করা হলফনামায় এফবিআই-এর স্পেশাল এজেন্ট চ্যাড ম্যাকনিভেন বলেছেন, ওই বিমানে অভিযুক্ত ব্যক্তি দুইবার এক মহিলা সহযাত্রীকে অশ্লীলভাবে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ। ওই মহিলা এফবিআইকে জানিয়েছেন, ওই ভারতীয় বংশোদ্ভূতে প্রথমে তার উরু এবং পিঠের নিচের অংশে অশ্লীল স্পর্শ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত সরে যান। এরপর ওই মহিলা বিমানের শৌচালয়ে যান। ফিরে আসলে অভিযুক্ত তার কোটের আড়ালে ফের ওই মহিলাকে স্পর্শ করেন বলে অভিযোগ। এজেন্ট বলেন, অন্য একজন যাত্রী এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এরপর ওই মহিলা তার স্বামীকে হেনস্থার বিষয়টি♏ টেক্সট করেন।তারপরে তিনি এফবিআই এবং বিমানবন্দর পুলিশকে ফোন করেন। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন-Waqf Act: বিজ্ঞপ্তি জারি ওয়াকফ আইনের, ‘ডিফেন্সের’ জন্য সꦕুপ্রিম কোর্টে🌟 ক্যাভিয়েট কেন্দ্রের
প্রসঙ্গত, গত মাসেই সিঙ্গাপুরের বিমানে কেবিন ক্রুকে খুনের হুমকি এবং মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি মদের নেশায় বিমানಌ কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করায় ওই ভারতীয়কে গ্রেফতার করা হয় ছাঙ্গি বিমানবন্দরে। গ্রেফতারির পর তাঁকে সিঙ্গাপুরের জেলে রাখা হয়। এরপর জেল থেকে সোজা সিঙ্গাপুরের আদালতে ওই ব্যক্তিকে ১🐼 এপ্রিল পেশ করা হয়।