ওয়াকফ সংশোধনী আইন পাশ হলে দেশের মসজিদ - দরগা সরকার দখল করে নেবে বলে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। এই আইনে ইতিমধ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। আগামীতে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি তৈরি হবে শুধুমাত্র তার ওপর কার্যকর হবে এই আইন। বুধবার সংসদে ওয়াকফ সংশ🦋োধনী বিল পেশ করে একথা বলেন কেন্দ্রীয় সংখꦓ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু।
এদিন লোক সভায় কিরেন রিজিজু বলেন, অনেকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জনমানসে ভ্রান্তি ছড়𒐪াচ্ছেন। তাঁরা বলছেন, ‘ওয়াকফ সং🐟শোধনী বিল পাশ হলে সরকার মুসলিমদের মসজিদ - দরগা দখল করে নেবে। কিন্তু এই আইনে ইতিমধ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। এই আইন শুধুমাত্র আগামীতে নথিভুক্ত হতে চলা ওয়াকফ সম্পত্তির ওপর কার্যকর হবে।’
বিরোধীদের আক্রমণ করে কিরেন রিজিজু বলেন, ‘আপনারা তো CAA পাশ করার সময় গোটা দেশে ঘুরে ঘুরে মুসলিমদের বিভ্রান্ত 🔯করেছিলেন। বলেছিলেন, CAA পাশ হলে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে। আজ পর্যন্ত কোনও মুসলিমের নাগরিকত্ব গিয়েছে কি? মিথ্যে কথা বলার জন্য 🎉আপনারা কি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন।’
কিরেন রিজিজু স্পষ্ট করেন, এই আইনের সঙ্গে ধর্মীয় আস্থার কোনও সম্পর্ক নেই। এই আইন শুধুমাত্র সম্প𝕴ত্তি ব্যবসꦚ্থাপনা পদ্ধতিকে সুগঠিত করতে বানানো হয়েছে।