কমনওয়েলথ গেমস ২০২৬ থেকে বাদ পড়া ১০টি ডিসিপ্লিন আয়োজনের আগ্রহ দেখিয়েছে ভারত। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য স্বত্বপ্রাপ্তির চিঠি জমা দেওয়ার পর বড় সিদ্ধান্ত নিল ভারত। আসলে ২০৩০ সালের কমনওয়েলথ গ෴েমস (সিডব্ল♌িউজি) আয়োজনের অনানুষ্ঠানিক আগ্রহ দেখিয়েছে।
এর পর, ভারত এবার ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া ১০টি ডিসিপ্লিন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ভারতের ক্রীড়া মন্ত্রক কমনওয়েলথ গেমস ফেডারেশনকে জানিয়েছে যে, তারা ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্ক🔯োয়াশ, টেবি🤪ল টেনিস এবং কুস্তি আয়োজন করতে আগ্রহী।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদকজয়ী ১২টি ক্রীড়াশাখার মধ্যে ছয়টি ২০২৬ সালের আসর থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যাডমিন্টন, ক্রিকেট♈, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস ও কুস্তি বাদ পড়ায় ভারতের পদক সংখ্যা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, তিরন্দাজি ও শুটিং ২০২২ সালেও বাদ পড়েছিল এবং এবারও থাকছে না। ফলে ভারতের যে পদক সংখ্যা কমতে পারে তা অনেকেই মনে করেন।
আরও পড়ুন … IND vs PAK: পাকিস্তান যেন জেতে🀅..., প্রার্থনা ভারতের প্রাক্তন ক্রিকেটারের, ফাঁস করলেন উদ্ভট কারণও
তবে এবার ভারতের ক্রীড়ামন্ত্রক বিশেষ উদ্যোগ নিয়েছে-
ভারতীয় ক্রীড়ামন্ত্রকের এক সূত্র জানিয়েছে,𓃲 ‘হ্যাঁ, আমরা ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া ডিসিপ্লিনগুলো আয়োজন করতে আগ্রহী। আমরা চাই না আমাদের পদক সংখ্যা ক্ষতিগ্রস্ত হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গেমস আয়োজকদের ওপর নির্ভর করছে। একটি অ𝕴নানুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে।’
আরও পড়ুন … Champions Trophy 2025: র🎃াতে ৩ ঘণ্টার অনুশীলন! ভারতের পুরনো ঘা খুঁচিয়ে দিতে মরিয়া রিজওয়ানরা
এর আগেও ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত বাদ পড়া তিরন্দাজি ও শুটিং আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। ২০২🍒৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য স্কটল্যান্ডের গ্লাসগোকে বেছে নেওয়া হয়েছে, কারণ পূর্ববর্তী আয়োজক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এই দায়ি🌊ত্ব থেকে সরে দাঁড়ায়। গ্লাসগো গেমসেও ট্রায়াথলন, ডাইভিং, বিচ ভলিবল ও রিদমিক জিমন্যাস্টিকস বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন … আর কোনও দিন মাটিতে পা রাখতে পাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরব তো? চোটের সময় আশঙ্কায় ভুগতেন শামি! বাকিটা ইতিহাস
২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত থাকা ডিসিপ্লিনগুলো হল, অ্যাথলেটিক্স, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, লন বোলস, জুডো, নেটবল, সাঁতার, সাইক্লিং, ভারোত্তোলন, পাওয়ারলিফটিং♚ ও ৩×৩ বাস্কেটবল।
গ🦂্লাসগো গেমসের আয়োজকরা খরচ কমানোর জন্য শহরের মধ্যে ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে চারটি ভেন্যু ব্যবহার করবে। নিরাপত্তা ও পর♏িবহনের খরচ কমাতে অ্যাথলেটদের জন্য আলাদা গেমস ভিলেজ না রেখে তাদের হোটেলেই রাখা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।