লিগ শিল্ড আগেই জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের। এখন আইএসএলের লিগের ম্যাচ বাগানের কাছে নেহাৎ-ই নিয়মরক্ষার। এই পরিস্থিতিতে শনিবার যুবভারতীয় এফসি গোয়ার𓆉 মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। গোয়ার দলের কাছেও এটি নিয়মরক্ষারই ম্যাচ। কারণ তারা দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে। তাদের এই জায়গা থেকে আর কোনও দল নীচে নামাতে পারবে না। তবে দুই দলই চাইবে, সুপার সিক্সের আগে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে।
লিগ-শিল্ডꦇ জয়ের পর ফুটবলারদের আর বাড়তি তাগিদ থাকে না। তবে মোহনবাগান কোচ হোসে মোলিনা কিন্তু সতর্ক। তিনি আবার দলের সম্মানের কথা মনে করিয়ে দিয়েছেন প্লেয়ারদের। বলেছেন, ‘আসল ব্যাপার হল সম্মান। এই ম্যাচের কোনও গুরুত্ব নেই জানি। সে কারণে একটু স্বস্তিতে থাকতেই পারি। তবে সমর্থকদের সামনে একটা ম্যাচ খেলতে নামব। ম্যাচের পরে লিগ-শিল্ড পাব। নিশ্চিত ভাবেই উচ্ছ্বাস হবে। আমরা জিততে চাই, যাতে উচ্ছ্বাসে কোনও খামতি না হয়। সেরা একাদশই মাঠে নামাব। কিছু খেলোয়াড়কে কার্ডের জন্য পাব না। কেউ কেউ নেই চোটের জন্য। তবে যাদের নামাব তাদের ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।’
আরও পড়ুন: 🐼ঘোষণা হয়ে গেল সুপার কাপের দিনক্ষণ, ভেন্যু কোথায়, কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট?
❀শুক্রবার শিল্ড চলে এসেছে কলকাতায়। গোয়া ম্যাচের পর তা তুলে দেওয়া হবে মোহনবাগানের হাতে। আর সমর্থকেরা শিল্ড মোহনবাগানের হাতে ওঠার সাক্ষী থাকতে চান। তবে কোচ মোলিনার দাবি, ‘শিল্ড জিতেছি মানেই সব শেষ নয়। আমরা আরও উন্নতি করতে চাই। গোয়া ম্যাচ জিতে ৫৬ পয়েন্টে প্রথম স্থানে থেকে শেষ করতে চাই আমরা। সমর্থকদের সামনে ঘরের মাঠে মোহনবাগান খেলবে। সেখানে আমরা যদি ম্যাচটা জিতে শিল্ড তুলে নিই সেটা আরও বেশি আনন্দের।সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিয়ে সেলিব্রেশন করতে চাই।’
আরও পড়ুন: 🔜যুবভারতীর বাইরে ধুন্ধুমার, বিক্ষোভ ইস্টবেঙ্গল সমর্থকদের, অস্কারের দাবি, আশা এখনও শেষ হয়নি
♔মানোলো মার্কুয়েজের গোয়ার বিরুদ্ধে প্রথম লেগে হারতে হয়েছিল মোহনবাগানকে। এদিনও বিপক্ষের বিরুদ্ধে সমীহের সুর বাগান কোচোর গলায়। মোলিনা বলেছেন, ‘গোয়া ভালো দল। প্রথম লেগে ওদের কাছে আমরা হেরেছি। আমাদের যথেষ্ট চাপে ফেলেছিল গোয়া। ওদের মরশুমও ভালো গিয়েছে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানেও ওরা জিততে চাইবে। আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট পাওয়া।’
আরও পড়ুন: 🍨বর্ণহীন ফুটবল, গোলের মুখই খুলল না, আর্কাদাগের কাছে ০-১ হারল ইস্টবেঙ্গল
🐟সুপার সিক্স পর্বের আগে জাতীয় দলে প্লেয়ার ছাড়া নিয়ে চিন্তায় রয়েছেন মোলিনা। লিগের খেলা শেষ হলেই জাতীয় দলের দু'টি ম্যাচ রয়েছে। মোহনবাগানের সাত ফুটবলার দলে রয়েছেন। সেই ম্যাচ হওয়ার পর প্লে-অফের ম্যাচগুলি হবে। মোলিনার আশঙ্কা, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে যাতে কেউ চোট না পান। তিনি বলেছেন, ‘পরের সপ্তাহে সাত জন খেলোয়াড় জাতীয় দলে যাবে। তার পরে প্লে-অফে রয়েছে। আশা করি, সব খেলোয়াড় দেশকে জিতিয়ে ফিট হয়ে, চোট ছাড়া ফিরে আসবে। তা না হলে আমরা সমস্যায় পড়ব। মানোলো (জাতীয় দলের কোচ) বিষয়টা খেয়াল রাখবে বলেই আশা করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।