♉ মোহনবাগান পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট টেবিলের এগারো নম্বরে। কলকাতা ডার্বির আগে একেবারে অন্য রকম ছবি দেখা গেল। ফলে বিশেষজ্ঞরা মনে করেন শনিবারের কলকাতা ডার্বিতে ফেভারিট মোহনবাগান। তবে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা এই সত্যটা মানতে রাজি নন। বাগান কোচের মতে, কলকাতা ডার্বি এমন একটি ম্যাচ, যেখানে সাম্প্রতিক পারফরম্যান্স কার কেমন, ফল তার উপরে নির্ভর করে না। ডার্বির ফল নির্ভর করে ম্যাচের দিনে কারা ভালো খেলল।
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মোহনবাগানের কোচ-
🅘শনিবারের কলকাতা ডার্বিতে নামার আগে শুক্রবার মোহনবাগানের কোচ হোসে মোলিনা বলেছেন, ‘ছেলেরা লড়াইয়ের জন্য তৈরি। আশা করি জিতব। তবে ম্যাচটি সহজে জিততে পারব না। আমরা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছি। ওরা ১১ নম্বরে রয়েছে। হয়তো পয়েন্টের বড় ব্যবধান রয়েছে। কিন্তু সেটা পুরোটাই আইএসএলের সামগ্রিক পারফরম্যান্সের বিচারে। আমার মতে, আইএসএলে এত দিন যা কিছু করেছি তার কোনও মূল্য নেই। কাল কী করব তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যদি আমরা নিজেদের সেরাটা খেলতে পারি তা হলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকব।’
আরও পড়ুন… 🥀টিম ইন্ডিয়ার ‘মিস্টার ফিক্স-ইট’ কে? রহস্য থেকে পর্দা তুললেন রবিন উথাপ্পা
সমর্থকদরে নিয়ে কী বললেন মোলিনা
ꦑম্যাচটি সল্টলেক স্টেডিয়ামে হবে না তাই চিন্তায় রয়েছেন মোলিনা। তিনি জানিয়েছেন, ‘গুয়াহাটিতে খেলা হচ্ছে বলে মাঠভর্তি সমর্থক হয়তো পাব না। নিঃসন্দেহে ওদের মিস করব। কিন্তু যারা আসবে তাদের আনন্দ দিতে চাইব। তিন পয়েন্ট নিয়ে ওদের খুশি করতে চাইব।’ মোলিনা ধরে নিচ্ছেন, এ বার প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের কাছ থেকে বেশ কড়া চ্যালেঞ্জ পাবে। তিনি বলেন, ‘প্রথম ডার্বি ছিল ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর কাছে প্রথম ম্যাচ। এর মধ্যে দলের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। তাই ওদের কাছে এই ডার্বি অন্যরকম হবেই। আমি একই কথা বলব। দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সমর্থকদের কাছে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের জিততেই হবে।’
আরও পড়ুন… 🧸আমি কোনও ভুল করিনি: Australian Open 2025 খেলতে গিয়েও জ্যানিক সিনারের মাথায় ঘুরছে ডোপিংয়ের তদন্ত
কী মানসিকতা নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে মোহনবাগান-
☂ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দলকে কেমন ভাবে খেলাবেন তা এখন থেকেই ঠিক করে ফেলেছেন মোলিনা। তাঁর কথায়, ‘আমরা বাকি দলগুলির সঙ্গে যে মানসিকতা নিয়ে খেলি সে ভাবেই ইস্টবেঙ্গলের সঙ্গে খেলব। আমরা জানি ইস্টবেঙ্গল কেমন খেলে। কী ভাবে আক্রমণ বা রক্ষণ করে। সেই মতো আমাদেরও পরিকল্পনা তৈরি আছে। ২০ মিনিট নয়, আমার ছেলেরা যাতে ৯০ মিনিটই ১০০ শতাংশ দিতে পারে সেটা চাই। সেটাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও করার চেষ্টা করব।’
আরও পড়ুন… 🐻বাবার কথা অমান্য করেছিলেন জকোভিচ! অবসর না নেওয়ার পিছনের আসল কারণ জানালেন নোভাক
চোট নিয়ে কী বললেন মোহনবাগানের কোচ-
🐻ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট-আঘাত চিন্তায় রেখেছে মোলিনাকে। তিনি জানিয়েছেন, অনিরুদ্ধ থাপাকে ডার্বিতে দেখা যাবে না। তিনি বলেছেন, ‘থাপাকে কাল পাব না। তবে চোট-আঘাত সমস্যা সামলানোর মতো যথেষ্ট খেলোয়াড় আমাদের হাতে আছে। তারাই সামলে দিতে পারবে।’ চোট-আঘাত সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গলও। তাদের মাঝমাঠের দুই নির্ভরযোগ্য বিদেশী তালাল ও সউল ক্রেসপো নেই। এ ছাড়াও ভারতীয় ফুটবলারদেরও অনেকের চোট। নেই আনোয়ার আলিও। তবে সেই নিয়ে মাথাব্যথা নেই মোহনবাগানের কোচের।