Baba Vanga: মানচিত্র থেকে মুছে যাবে এই দেশগুলো? বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী
বুলগেরিয়ার নস্ট্রাদামুসও বলা হয় বাবা ভাঙ্গাকে। তাঁর বলা অধিকাংশ কথাই মিলে গিয়েছে।
তিনি ছিলেন অন্ধ। কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতেন হুবহু। ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হয়, তবে এখনও তাঁকে নিয়ে মানুষের মনে থাকা উৎসাহ কমেনি।
২০২৫ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকী, তা বেশ ভয় ধরানোও বটে।
বাবা ভাঙ্গার নানা ভবিষ্যদ্বাণীর মধ্যে একটি হল ইউরোপের ধ্বংসের আভাস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হবে, যার ফলে পশ্চিমের দেশগুলি ধ্বংস হবে।
বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন যে, এই যুদ্ধ যখন শুরু হবে, ততক্ষণে সিরিয়ায় অশান্তি চরমে উঠেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।
২০২৫ সালের বসন্তেই এই যুদ্ধের শুরুয়াত হবে বলে নিদান দিয়ে গিয়েছেন তিনি।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে সিরিয়া নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন, ‘সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, তবে বিজয়ী আসলে বিজয়ী হবে না।’