Coffee For Skin: কফি মেখে কি গায়ের রং আদৌ ফর্সা করা যায়?
অনেকেই কফি পান করতে পছন্দ করেন। তবে আপনি কি জানেন যে কফি আপনার ত্বকের জন্যও উপকারী হতে পারে?
Pexels
কফি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ট্যানিং, পিম্পল, পিগমেন্টেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। জেনে নিন কফি দিয়ে রূপচর্চা করার কিছু সহজ টিপস।
Pexels
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে এক চা চামচ কফি পাউডারের সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।
Pexels
একগুঁয়ে ব্রণ থেকে মুক্তি পেতে কফি পাউডারে বেসন, মধু ও অ্যালোভেরার রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
Pexels
কফিতে থাকা পলিফেনল সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। এজন্য কফির গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
Pexels
কফিতে থাকা ক্যাফেইন ফোলাভাব কমাতে সাহায্য করে। এজন্য কফিতে ঠাণ্ডা জল মিশিয়ে কটন প্যাডের সাহায্যে চোখের নিচে লাগান, ফ্রেশ ফিল করবেন।
Unsplash
কফি গুঁড়োর মধ্যে চালের আটা, মধু ও কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। একটি বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পরে আপনার মুখ ধুয়ে ফেলুন। আপনি উজ্জ্বল ত্বক পাবেন।
Pexels
কফির গুঁড়োর সঙ্গে চিনি ও দই মিশিয়ে কফির স্ক্রাব তৈরি করুন। এবার এই প্রস্তুত করা পেস্ট দিয়ে স্ক্রাবিং করুন।