By Abhisake Koley
Published 18 Nov, 2024
Hindustan Times
Bangla
IPL 2025-এর মেগা নিলামে প্রথমে নাম উঠবে কার? প্রথম সেটে কারা রয়েছেন?
আইপিএল ২০২৫-এর মেগা নিলামে প্রথম সেটে থাকা ৬ জন ক্রিকেটারের মধ্যে লটারির ভিত্তিতে কোনও একজনের নাম উঠবে প্রথমে।
দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর মেগা নিলামের প্রথম সেটে কারা রয়েছেন।
ইংল্যান্ডের জোস বাটলার রয়েছেন মার্কি ক্রিকেটারদের প্রথম সেটে। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।
ভারতের শ্রেয়স আইয়ার রয়েছেন প্রথম সেটেই। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।
টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ঋষভ পন্ত রয়েছেন প্রথম সেটে। বেস প্রাইস ২ কোটি।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা রয়েছেন প্রথম সেটে। তাঁর বেস প্রাইস ২ কোটি।
তরুণ ভারতীয় পেসার আর্শদীপ সিং রয়েছেন প্রথম সেটে। তাঁরও বেস প্রাইস ২ কোটি টাকা।
অজি পেসার মিচেল স্টার্ক রয়েছেন মার্কি ক্রিকেটারদের প্রথম সেটে। তাঁর বেস প্রাইস ২ কোটি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88