Hindustan Times
Bangla

মনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে চান? ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীতে গোপালকে স্নান করান এভাবে

৬ সেপ্টেম্বর দুপুর ৩.৩৭ মিনিট থেকে পড়ে গিয়েছে জন্মাষ্টমী তিথি। তবে ৭ সেপ্টেম্বরও রয়েছে সেই তিথি। 

এমন শুভ দিনে সকালে গোপালকে বিশেষ উপায়ে স্নান করালে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস শাস্ত্র মতে। দেখে নেওয়া যাক কোন সামগ্রীতে গোপাল-স্নান করানোর কথা বলা হচ্ছে।

সম্পত্তি লাভের জন্য গোপালকে ঘি, চন্দন, কেশর দিয়ে স্নান করান। 

সন্তান লাভের জন্য দুধ দিয়ে দেবতার অভিষেক করার কথা বলা হচ্ছে। এছাড়াও পঞ্চামৃত দিয়েও করাতে পারেন স্নান।

এছাড়াও বলা হচ্ছে, গোপালঠাকুরকে নতুন পোশাক পরান, ভোগ নিবেদন করুন ও রাধারাণীকে চন্দন দিয়ে সাজিয়ে তুলুন। নিবেদন করুন হলুদ ফুলের মালা।

জন্মাষ্টমীর সকালে গরু বা বাছুরকে কিছু খেতে দেওয়ার রীতির কথাও বলা হচ্ছে। এতে সৌভাগ্য আসে বলে বিশ্বাস। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নিরেভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)

caco88