By Moinak Mitra
Published 13 Jan, 2025
Hindustan Times
Bangla
ভারতীয় ক্রিকেট দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলছেন করুণ নায়ার
বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন করুণ নায়ার, করলেন টানা চার ম্যাচে শতরান , ছুঁলেন দেবদূত পাডিক্কাল এবং নারায়ন জগদীশনকে
২০১৭ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেন করুণ
৬টি টেস্টে খেলার সুযোগ পেলেও তার মধ্যেই একটি ত্রিশতরান করেছিলেন তিনি
দুটি ODIতে ৪৬ রানের পাশাপাশি ৭৬ আইপিএল ম্যাচে তিনি করেছেন ১৪৯৬ রান
এই মরসুমে বিজয় হাজারে ট্রফিতে একবারও আউট না হয়ে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়েছেন করুণ নায়ার (৫৪২ রান)
VHTতে করুণের মোট রান ৬৬৪, শেষ ছয় ইনিংসে তাঁর স্কোর ১২২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২(এর মধ্যে ৫ ম্যাচেই তিনি নটআউট থেকেছেন)
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88