By Suman Roy
Published 15 Jan, 2025
Hindustan Times
Bangla
মিলনের আনন্দ দ্বিগুণ হতে পারে। তার জন্য জানতে হবে সিক্রেট কোড।
সেই কোডই আপনার পার্টনারকে বেশি আকর্ষণ করবে।
এক অনলাইন সংস্থা ৫ হাজার ২৪ জন ইউজারের উপর একটি সমীক্ষা চালিয়েছে।
তাঁদের জিজ্ঞেস করা হয়েছিল, যৌনমিলনের সময় তাঁরা কী ধরনের শব্দ বা কথা শুনতে ভালবাসেন?
৯০ শতাংশেরও বেশি পুরুষ জানান, হালকা গোঙানির শব্দ বা শীৎকারই মিলনের উত্তেজনা বাড়িয়ে তোলে।
তবে এক্ষেত্রে মহিলাদের সংখ্যাটা কম। ৭৭.৬ শতাংশ মহিলা তাঁদের পার্টনারের গোঙানি উপভোগ করেন।
৭৬.৮ শতাংশ পুরুষ আবার বলছেন, পার্টনারের থেকে ছোটখাটো দুষ্টুমির কথাবার্তা শুনলে ঘনিষ্ঠতা বাড়ে।
৭৩.৫ শতাংশ মহিলারও মত, দুষ্টু-মিষ্টি কথা পার্টনারের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে।
তবে শুধু কথাই নয়, গভীর-ভারী নিঃশ্বাস-প্রশ্বাসও মিলনে বড় ভূমিকা পালন করে।
৬০.১ পুরুষ ও ৪৫.৯ শতাংশ মহিলাদের মত, কান বা ঠোঁটের মতো স্পর্শকাতর অঙ্গে গভীর শ্বাস-প্রশ্বাস মিলনের উত্তেজনা দ্বিগুণ করে!
মিলনের আনন্দ দ্বিগুণ হতে পারে। তার জন্য জানতে হবে সিক্রেট কোড।
তবে অনেক পুরুষ ও মহিলা এমনও বলছেন, কোনও সিক্রেট কোড নেই, এই সময়ে তাঁরা গভীর নিস্তব্ধতাই পছন্দ করেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88