By Abhisake Koley
Published 26 Nov, 2024
Hindustan Times
Bangla
IPL 2025 Auction: শার্দুল থেকে সরফরাজ, নিলামে অবিক্রিত থাকেন এই ১০ ভারতীয় তারকা
দুর্দান্ত ক্রিকেটার হওয়া সত্ত্বেও আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত থাকেন এই ১০ ভারতীয় তারকা।
২ কোটি টাকা বেস প্রাইসের শার্দুল ঠাকুরকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
২ কোটি টাকা বেস প্রাইসের উমেশ যাদব অবিক্রিত থাকেন আইপিএল নিলামে।
১ কোটি টাকা বেস প্রইসের মায়াঙ্ক আগরওয়ালের জন্য দর হাঁকেনি কোনও দল।
মাত্র ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস হওয়া সত্ত্বেও পৃথ্বী শ নিলামে দল পাননি।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের উইকেটকিপার কেএস ভরত অবিক্রিত থাকেন মেগা নিলামে।
ভারতের টেস্ট দলের সদস্য হওয়া সত্ত্বেও ৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের সরফরাজ খান দল পাননি আইপিএল নিলামে।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের শিবম মাভি অবিক্রিত থাকেন।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের নভদীপ সাইনিকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ।
মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের পীযূষ চাওলা অবিক্রিত থাকেন।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের চেতন সাকারিয়াকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88