Hindustan Times
Bangla

মকর সংক্রান্তি দেশের কোন রাজ্যে কী নামে পরিচিত?

মকর সংক্রান্তি ভারতের এক একটি রাজ্যে এক একটি নামে পরিচিত। দেখা যাক, কোন রাজ্যে কী নামে এই দিনটি উদযাপিত হয়।

কেরলে মকর সংক্রান্তি মকরা ভিলাক্কু নামে পরিচিত। এই দিনে সাবরিমালা আশ্রমে ভক্ত সমাগম দেখা যায়। 

পঞ্জাবে মকর সংক্রান্তি লোহরি নামে পরিচিত। নাচে, গানে এই দিনটি বিশেষভাবে উজ্জাপিত হয়। 

গুজরাটে  কিছু অংশে এই উদযাপনের নাম 'উত্তরায়ণ।' সেখানেে এই দিনে ঘুড়ি ওড়ানোর উৎসব থাকে।

মকর সংক্রান্তি তামিলনাড়ুতে পোঙ্গল নামে পরিচিত। নতুন চাষের মরশুমে এই সময় সেখানে পোঙ্গল নামে একটি বিশেষ পদ রান্না হয়। 

অসমে মকর সংক্রান্তিকে মাঘ বিহু বলা হয়। খাওয়া দাওয়া, নাচে গানে দিনটি উদযাপন করা হয়।

উত্তর প্রদেশে মকর সংক্রান্তি 'সংক্রান্তি' নামে পরিচিত।

caco88