বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে রাজকুমার মাসে ২ বার রাশি পরিবর্তন করে থাকেন। যার প্রভাব ১২ রাশিতে পড়ে। তবে বেশি প্রভাব বিশেষ কয়েকটি রাশিতে পড়ে থাকে। আর বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। বুদ্ধি, ব্যবসা, তর্ক, বিতর্কের কারক বলে মনে করা হয়। এই বুধের প্রভাব কোনও না কোনওভাবে সব রাশিতে♔ পড়তে থাকে। ফেব্রুয়ারি মাসে এই বুধের গোচর কবে করে রয়েছে দেখা যাক। তার আগে, দেখে নেওয়া যাক, ফেব্রুয়ারি🍸তে এই বুধের গোচরে লাকি কারা।
মেষ
কুম্ভ রাশিতে বুধের গমন এই রাশির জাতক জাতিকাদেক বিপুল লাভ দেবে। এই মেষ রাশ♓ির জাতক জাতিকারা সব ক্ষেত্র𓆏ে বিপুল লাভ পাবেন। জীবনে প্রচুর বদল আসবে। কেরিয়ারের দিক থেকে ভাগ্যের সহায়তা পাবেন। নানান রকমের আনন্দ, খুশি আসতে থাকবে। আপনার করা উদ্যোগে অপার সাফল্য আসবে। কোনও বড় দায়িত্ব পাবেন। বেকার বাজে খরচা থেকে দূরে থাকুন।
( মেদিনীপুর মেডিক্যালে🔯 জুনিয়র ডাক্তাররা সরলেন পূর্ণকর্মবিরতি থেকে!)
মিথুন
জাতক জাতিকাদের জীবনে নানান রকমের সুখ সুবিধা আসতে পারে। ꧒কেরিয়ারের দিক থেকে কোথাও যাত্রা করতে পারে। বিদেশ যাত্রারও সুযোগ থাকবে। এরসঙ্গেই বহু ধরনের লাভ পাবেন। ব্যবসার ক্ষেত্রে বহু ঘরনের মুনাফা হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধন সম্পত্তি সঞ্চয় করার ক্ষেত্রে লাভ পাবেন। দাম্পত্য জীবনে খুশি আনন্দ আসবে। শিক্﷽ষা ক্ষেত্রে লাভ হবে। লাভের যোগ তৈরি হবে।
সিংহ
এই রাশির জন্য বুধের কুম্ভ রাশিতে যাওয়া শুভ প্রমাণিত হতে পারে। এই রাশির জাতক জাতিকার ভৌতিক সুখ প্রাপ্তি হতে পারে। জীবনে দেখা দিতে পারে ইতিবাচক প্রভাব। আপনার দ্বারা জীবনে যে সমস্ত পরিশ্রম হয়েছে, তা অবশ্যই ফল দেবে। এছাড়াও পেশাগত জীবন ভালো থাকতে পারে। এই সময় টাকা সঞ্𒀰চয় করার ক্ষেত্রেও লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
ফেব্রুয়ারিতে বুধের গোচর:-
ফেব্রুয়ারির শুরুতে মকর রাশিতে থাকবেন বুধ। এরপর ১১ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ৪১ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন বুধ। কুম্ভ রাশির স্বামী গ্রহ শনিদেব। শনির গ্রহ কুম্ভে বুধ আসার ফলে একাধিক রღাশির জাতক জাতিকারা লাভ পাবেন🌱।
(এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দু🙈স্তান টাইমস বাংলা।)