🌠 আইপিএলের সূচির ক্ষেত্রে কিছুটা হেরফের করা হচ্ছে। গত নভেম্বরে সৌদি আরবের জেড্ডায় মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছিল যে ২০২৫ সালের ১৪ মার্চ থেকে আইপিএল শুরু হবে। যদিও সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। গতবার চ্যাম্পিয়ন হওয়ায় এবারের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ‘হোমগ্রাউন্ড’ ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচ হবে। একইভাবে ফাইনালও ইডেন পাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ মে সম্ভবত ফাইনাল হবে। যেটা আগেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল। ফাইনালের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ারও পাবে কলকাতা। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (উপ্পল)।
কিন্তু কেন আইপিএলের শুরুর দিনটা হেরফের হচ্ছে?
🐼ওই প্রতিবেদন অনুযায়ী, একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে নভেম্বরে নেহাতই সম্ভাব্য একটা দিনক্ষণ প্রকাশ করা হয়েছিল। নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। অপর একটি মহলের তরফে আবার দাবি করা হয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কথা মাথায় রেখে কিছুটা দেরিতে আইপিএল শুরু করার আর্জি জানানো হয় সরকারি সম্প্রচারকারীদের তরফে।
🍷আগামী ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পড়েছে। আর যদি ১৪ মার্চ থেকে আইপিএল শুরু হত, তাহলে দুটি মেগা টুর্নামেন্টের মধ্যে পাঁচদিনও ব্যবধান থাকত না। সেই পরিস্থিতিতে সম্প্রচারকারীদের তরফে সেই আর্জি জানানো হয়েছিল বলে একাংশের দাবি উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। যদিও ওই রিপোর্টেই জানানো হয়েছে, সম্প্রচারকারীদের অন্দরমহলের তরফে এরকম কোনও আর্জি জানানোর দাবি খারিজ করে দেওয়া হয়েছে।
খেলোয়াড়রাও স্বস্তি পাবেন, ধারণা সংশ্লিষ্ট মহলের
🉐শেষপর্যন্ত কারণ যেটাই হোক না কেন, সেটা খেলোয়াড়দের পক্ষে সম্ভবত কিছুটা স্বস্তিদায়ক হবে। ১৪ মার্চ থেকে আইপিএল শুরু হলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কার্যত কোনও বিশ্রাম ছাড়াই মাঠে নামতে হত। এবার তাঁরা কিছুটা বাড়তি সময় পাবেন। আর দেরিতে শুরু হলেও ফাইনালের তারিখ পালটাচ্ছে না বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২৫ মে ফাইনাল হবে। আর সেটা করতেই হত। কারণ তারপর জুনেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত।
কবে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি দেওয়া হবে?
🦩তবে এখনই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হচ্ছে না। সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ওই রিপোর্ট অনুযায়ী, বোর্ডের বিভিন্ন পদে নয়া কর্তারা দায়িত্ব নিয়েছেন। আগামিদিনে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন, জসপ্রীত বুমরাহের ফিটনেস সংক্রান্ত বিষয়টা মেটানো হবে। তারপর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।