🀅 বুধকে জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজের তকমা দেওয়া হয়। বুধ গ্রহকে মিথুন ও কন্যা রাশির স্বামী বলে পরিচিত। তাঁকে বৃদ্ধি, ব্যবসা ও সংবাদের কারক বলে মনে করা হয়। সেই বুধ গ্রহ পরিবর্তন করতে চলেছে নক্ষত্র। এই বুধের গোচরের শুভ অশুভ প্রভাব সব রাশিতে পড়তে আরম্ভ করবে। তবে কিছু রাশিতে তার শুভ প্রভাবও পড়বে। বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে, তা দেখা যাক।
বৃষ
𒁏বুধের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হতে পারে। কোনও যোজনায় কাজ শুরু করতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি কোথাও যাত্রা করলে, তা আপনার জন্য লাভদায়ক হবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। আটকে থাকা কাজ পুরো হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায় সাফল্য পাবেন।
কন্যা
🐼আপনার কাজের প্রশংসা চারিদিক থেকে হবে। মিডিয়া বা ফিল্মের সঙ্গে যাঁদের পেশা জড়িত, তাঁদের বিপুল লাভ এই সময়। জনপ্রিয়তা আসবে। সাফল্যও তুঙ্গে থাকবে। মানসিক শান্তি পাবেন। সব কাজে ভারসাম্য অনুভব করবেন। চাকরিরতরা প্রমোশন পাবেন।
মকর
🐷এই সময় নক্ষত্র পরিবর্তনের যোগ তৈরি হবে। বুধের নক্ষত্র পরিবর্তন খুবই শুভ বলে মনে করা হয়। আপনার সম্পর্কগুলিতে এই শুভ সময়ের প্রভাব পড়বে। কেরিয়ারে অনেক সৃঙ্গ জয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। মা বাবার সহযোগিতা পাবেন। কর্মস্থলে প্রশংসা পাবেন।
মীন
🔯বুধের নক্ষত্র পরিবর্তন মীন রাশির জন্য সুখবর নিয়ে আসবে। এই সময় বন্ধুদের সহযোগিতা পাবেন। বুধ গ্রহ আপনার জন্য সুখহর আনবেন। আপনার পেশাগত জীবনে আগের থেকে উন্নতি হবে। বন্ধুদের সহযোগিতা পেতে থাকবেন। লগ্নির জন্য এই সময়কাল খুবই শুভ। বুধ গ্রহ আপনার লাভ ভাবে রয়েছেন, সেখান থেকেই আপনি নানান সুবিধা পাবেন।
বুধের নক্ষত্র গোচর কবে?
👍বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২২ জানুয়ারি উত্তরষঢ়া নক্ষত্রে প্রবেশ করবেন বুধ। ৩০ জানুয়ারি পর্যন্ত সেই রাশিতেই তিনি থাকবেন। এই নক্ষত্র পরিবর্তন বহু রাশির জন্য লাভদায়ক।
♛(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)