Gajakeshari yog Lucky Zodiac Signs: এপ্রিলেই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে চন্দ্র তৈরি করতে চলেছেন গজকেশরী যোগ! লাকি কারা?
1 মিনিটে পড়ুন Updated: 16 Apr 2025, 06:00 PM ISTচন্দ্রের অবস্থানের𒅌 ফলে এপ্রিলেই তৈরি হচ্ছে গজকেশরী যোগ।
চন্দ্রের অবস্থানের𒅌 ফলে এপ্রিলেই তৈরি হচ্ছে গজকেশরী যোগ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অ෴নুসারে গজকেশরী যোগ একগুচ্ছ শুভ ফল নিয়ে আসে নানান রাশির জাতক জাতিকাদের জন্⛄য। বলা হয়, এই যোগ এতটাই শুভ হয় যে, তা নির্ধনকেও করতে পারে ধনী। দুর্বলকে করে তোলে সবল। ২০২৫ সালের এপ্রিল মাসের শেষে এই শুভ যোগ তৈরি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলে এই যোগ তৈরি করবেন চন্দ্র। কবে রয়েছে এই গজকেশরী যোগ? তা জানার আগে দেখে নিন কোন কোন রাশি এই গজকেশরী যোগের ফলে লাভের মুখ দেখতে চলেছে।
কুম্ভ
এপ্রিলের শেষ থেকেই ভালো সময় শুরু কুম্ভ রাশিতে। এই সময় এই রাশির জাতক জাতিকারা বিলাস ব্যসনের নানান উপযোগী জিনিস পেতে চলেছেন। মায়ের সঙ্গত সব কাজে পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। চাকরি সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন এই সময়। কেরিয়ারের দিকে আপনার পুরো দৃষ্টি থাকবে। আপনার কাজের প্রভূত প্রশংসা হ꧒বে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। সন্তানের থেকে কোনও ভালো খবর পাবেন। দাম্পত্য জীবনে আসবে আনন্দ। কোনও দীর্ঘ সময় ধরে চলা সমস্যা থেকে এবার পাবেনꦺ মুক্তি।
তুলা
এই রাশির অষ্টমভাবে তুলা আর চন্দ্রমার যুতি হবে। এই সময় সব ক্ষেত্র থেকে পাবেন লাভ। পৈত💟ৃক সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে আপনার দারুন লাভ হতে থাকবে। হঠাৎ করে কোথাও থেকে অপ্রত্যাশিত ধনলাভ হবে। আপনি নিজের মধ্যে কোনও বদল দেখতে পাবেন। আপনার আত্মমন্থন হবে। আপনি ব্যবসাতেও পাবেন লাভ। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা এবার পাবেন হাতে। কোনও আটকে থাকা প🦄্রজেক্ট এবার সমাপ্ত হবে।
কর্কট
ꦛ একাদশভাবে এই গ্রহের যুতি হওয়ার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক থাকবে। ধর্ম কর্মে আপনি অংশ নিতে পারবেন। এর সঙ্গেই সিনিয়র অফিসারদের সহযোগিতা পাবেন। কোনও নতুন চাকরির জন্য আবেদন করলে লাভ পাবেন। উন্নতির যোগ আরও পোক্ত হবে। আপনার ভিতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসার জন্য কোনও যোজনা তৈরি হলে তা থেকে লাভ পাবেন। টাকার বিনিয়োগ থেকে লাভ হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এ꧋র সত্য🌟তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)