৪ বৈশাখ, ভাঃ ২৮ চৈত্র, ১৮ এপ্রিল, ৪ বহাগ, সংবৎ ৫ বৈশাখ বদি, ১৯ শওয়াল সূর্য্যোদয় ঘ ৫।১৮, সূৰ্যাস্ত ঘ ৫।৫৬। শুক্রবার, পঞ্চমী দিবা ঘ ১।২০ মিঃ। মূলানক্ষত্র অহোরাত্র। পরিঘযোগ রাত্রি ঘ ১০।৪ মিঃ। তৈতিলকরণ, দিবা ঘ ১।২💝০ গতে গরকরণ, রাত্রি ঘ ১।৪১ গতে বণিজকরণ।
জন্মে – ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী কেতুর দশা। মৃতে—দোষ নাই। যোগিনী—দক্ষিণে, দিবা ঘ ১।২০ গতে পশ্চিমে। বারবেলাদি ঘ ৮।২৮ গতে ১১।৩৭ মধ্যে। কালরাত্রি ঘ ৮।৪৬ গতে ১০।১২ মধ্যে। যাত্রা – নাই, দিবা ঘ ১১।৩৭ গতে যাত্র🍨া শুভ পূর্ব্বে⛦ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ, দিবা ঘ ১।২০ গতে মাত্র পশ্চিমে নিষেধ।
শুভকৰ্ম্ম—দিবা ঘ ১১।৩৭ গতে গাত্রহরিদ্রা অব্যূঢ়ান্ন বৃক্ষাদিরোপণ ধান্যরোপণ ধান্যচ্ছেদন ধান্যস্থাপন ভূমিক্রয়বিক্রয় কুমারীনাসিকাবেধ বাহন ক্রয় ও বিক্রয় কমপিউটার নির্ম্মাণ ও চালন, দিবা ঘ ১১।৩৭ গতে ১।২০ মধ্যে দীক্ষা হলপ্রবাহ বীজবপন। বিবাহ — রাত্রি ঘ ১২/২১ গতে ৩।৩২ মধ্যে মকর ও কুম্ভলগ্নে সুতহিবুকযোগে বিবাহ। বিবিধ—পঞ্চমীর একোদ্দিষ্ট এবং ষষ্ঠীর সপিণ্ডন।
চৈতন্যচরিতামৃত জয়ন্তী (বৈশাখী কৃষ্ণাপঞ্চমী)।
অমৃতযোগ—দিবা ঘ ৬।৪৬ মধ্যে ও ৭।৩৮ গতে ১০।১৫ মধ্যে ও ১২।৫১ গতে ২।৩৫ মধ্যে ও ৪।২০ গতে ৫।৫৬ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩২ গতে ৯।০ মধ্যে ও 2150 গতে ৩।৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ—রাত্রি ঘ ১০।২৭ গতে ১১।১১ মধ্যে ও ৩।৩৪ গতে ৫।১৭ মধ্যে। রাশিফল – মেষ লাভের আশা। বৃষ বন্ধু বিরোধ। মিথুন অনিদ্রা। কর্কট স্নায়ুরোগে আক্রান্ত। সিংহ আর্থিক চিন্তা। কন্যা রক্তচাপ বৃদ্ধি। তুলা প্রতিবেশী বিবাদ। বৃশ্চিক প্রাপ্য আদায়। ধনু স্বাস্থহানি। মকর মিথ্যাপবাদ। কুম্ভ ব্যবসায় লাভ। মীন𝕴 স্বাস্থ্যের অবনতಌি। গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা—র১ চ১৯ ম৮ বু২৬ বৃ৫, শু২৫ শ২৫ রা২৬ কে১২।
(সূর্য সিদ্ধান্ত মতে। ঋণস্বীকার: বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা)