তারকাদের অন্দরমহল দেখতে বরাবরই ভালোবাসেন সকলে। চলুন আজ ঢুঁ মারা যাক মিঠিঝোরার ‘রাইপূর্ণা’ আরাত্রিকার অন্দরমহলে। খুব যত্ন নিয়ে বাড়ি 🦩সাজিয়েছেন আরাত্𝐆রিকা। যার ঝলক শুক্রবার ভাগ করে নিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে।
আরাত্রিকা একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন, 🎉‘আমি আজকাল বোরিং দিনগুলোর প্রেমে পড়ে গিয়েছি। শুধু আমি এবং আমার এলোমেলো চুল। হয় কিছু খাচ্ছি, না হয় ভালো সিনেমা দেখছি, আর না হয় কিছুই না করে, আকাশপাতাল চিন্তা করছি।’
আরও পড়ুন: দেশপ্রেম বাঁচাবে অক্ষয়কে? বক্স অফিসে কত টাকার পไ্রি বুকিং অক্ষয়-মাধবনের কেশরি ২-র
‘আমি আজকাল এই মুহূর্তগুলোকে ভীষণ উপভোগ করি। নিজের ভিতরের এই বিশৃঙ্খলাগুলো আমাকে খুব স্বাধীন আর উদাসীন করে তোলে। কেবল আমি আর আমার প্রিয় ♚সবকিছু। এই সারল্যর সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সেই মুহূর্তে শান্তি খুঁজে পাই।’, আরও লিখলেন আরাত্রিকা।
আরও পড়ুন: তথাগত অতীত, সুমিতকেই♊ করবেন বিয়ে✤! এনগেজমেন্ট হয়ে গেল ঋতাভরীর, লিখলেন, ‘এবার সারা জীবন…’
আরাত্রিকার শেয়ার করা ছবিতে দেখ গেল, ব্যালকনির একাংশ। দেখা গেল, ব্যালকনি ভরে আছে গাছে। পরের ছবিতে দেখা গেল একগুচ্ছ টেডি বিয়ার। খোলা জানাꦏলার সামনে একটি সেলফিও শেয়ার করেছেন। সাদার উপর ফ্লাওয়ার প্রিন্ট। ঘরের মেঝেতে থাকা পাপোস, বিছানার চাদড়, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি। ঘরে ঢোকার মুখে টানা লম্বা ফাঁকা জায়গা। সেখানে আরাত্রিকার একাধিক ছবি। বেডরুমের ঝলকও দ✤িলেন তিনি। আর এলোমেলো চুলের সেলফিও।
আরও পড়ুন: রিয়া মনির কারণে ছাড়েন ২য় স্ত্রী নুসরত জাহানকে, এবার তৃতীয় বি꧙য়েও ভাঙল হিরো আলমের
আরাত্রিকা ঝাড়গ্রামের মেয়ে। যদিও আপাতত কাজের জন্য মা-বাবাকে নিয়ে কলকাতারই বাসিন্দা। আরাত্রিকা ড্যান্স বাংলা ড্যান্সে অংশ নিয়েছিলেন, সেখান থেকেই পান খ্যাতি। পরবর্তীতে আসেন অভিনয়ে। তাঁর প্রথম কাজ ছিল খেলনা বাড়ি। এরপর মিঠিঝোরা-তে যোগ দেন তিনি। রাইপূর্ণা-র চরিত্র দিয়ে ꦡআপাতত দর্শক মনে রাজত্ব করছেন।