𝓡 আইপিএলের সৌজন্যে গ্যালারির বহু দর্শকের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে ওঠার ঘটনা চোখে পড়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন আম্পায়ার সাই দর্শন কুমার। এখনও পর্যন্ত চলতি আইপিএলে অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করা এই আম্পায়ার নেটিজেনদের চর্চায় উঠে আসেন ডলি চায়েওয়ালার সৌজন্যে।
🅠আসলে আম্পায়ার সাই দর্শন কুমারকে প্রথম দর্শনে ইনফ্লুয়েন্সার ডলি চায়েওয়ালা বলে ভুল হওয়াই স্বাভাবিক। চেহারার কিছুটা মিলের জন্যই সোশ্যাল মিডিয়ায় দু'জনকে এক করে বিস্তর মজাদার মিম শেয়ার হচ্ছে। মজা করে বলা হচ্ছে যে, ডে শিফটে চা বিক্রি করছেন ডলি আর নাইট শিফটে আইপিএলে আম্পায়ারিং করছেন তিনি।
কে এই সাই দর্শন কুমার?
⛄৪৩ বছর বয়সী সাই দর্শন কুমার বিসিসিআইয়ের প্রথমসারির একজন আম্পায়ার। কেরলের এই আম্পায়ার এখনও ছেলেদের কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করেননি। তবে মেয়েদের ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। ২টি ম্যাচে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার এবং একটি ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সাই দর্শন কুমার।
🍌আরও পড়ুন:- সহস্রবুদ্ধের সঙ্গে তর্ক, মুনাফ প্যাটেলের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করলেন শক্তি সিং
﷽অবশ্য ফার্স্ট ক্লাস, লিস্ট-এ ও টি-২০ ম্যাচে আম্পায়ারিং করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে সাই দর্শন কুমারের। তিনি এখনও পর্যন্ত ৩৭টি ফার্স্ট ক্লাস, ৫৪টি লিস্ট-এ ও ১০২টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন। যার মধ্যে সাকুল্যে ১৫টি ম্যাচে তিনি ছিলেন টেলিভিশন আম্পায়ার।
♎চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচে আম্পায়ারিং করেছেন সাই দর্শন কুমার। এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ওয়াংখেড়ের মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচে প্রথমবার অন-ফিল্ড আম্পায়ার হিসাবে দেখা যায় দর্শন কুমারকে। পরে লখনউয়ের এলএসজি বনাম এমআই, হায়দরাবাদের সানরাইজার্স বনাম গুজরাট, বেঙ্গালুরুর আরসিবি বনাম দিল্লি, জয়পুরের রাজস্থান বনাম আরসিবি ও মুল্লানপুরের পঞ্জাব বনাম কলকাতা ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।
ওঅন্যদিকে ক্রিকেটের সঙ্গে যোগ না থাকলেও ক্রিকেটের মাঠে অবশ্য ইতিমধ্যেই দেখা গিয়েছে ডলি চায়েওয়ালাকে। বিল গেটসকে চা খাওয়ানোর পরেই রাতারাতি বিখ্যাত হয়ে যান নাগপুরের সুনীল পাটিল। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গতিবিধি প্রতিনিয়তই ভাইরাল হয়।
🧸গত ইন্টারন্যাশনাল লিগ টি-২০ টুর্নামেন্টের সময় ডলি চায়েওয়ালের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতে দেখা যায় প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতারকে। পাক তারকা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো নিজে পোস্ট করেন। সুনীলের হাতে তৈরি চাও খান আখতাররা।