🐻 ছিল বউ, হয়ে গেল বোন! এভাবেই বদলে গেল সায়ক চক্রবর্তী ও সৌমি চক্রবর্তীর রসায়ন। এমনিতেই দুজনকে হামেশাই ভ্লগে একসঙ্গে দেখে থাকে নেটিজেনরা। ভাবছেন, ব্যাপারটা কী? আসলে এই বউ আর বোন, দুটোই হল টিভির জন্য। বাস্তবে একে-অপরের খুব ভালো বন্ধু সায়ক-সৌমি।
🧸করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে সায়কের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল সৌমিকে। অবশ্য তার আগে দুজনে একসঙ্গে কাজ করেন, কী করে তোকে বলবতে আবার সৌমি ছিলেন সায়কের বউদি। তবে হামেশাই মজা করে, সৌমিকে নিজের ‘বউ’ বলে ডাকেন সায়ক। এমনকী, সৌমির প্রেমিক পৃথ্বীশের সামনেও! তবে এবার নতুন মেগা, ফের বদলে গেল সম্পর্ক।
ඣতুই আমার হিরো এন্ট্রি নিয়েছেন সায়ক। আর এখানেই তাঁকে সৌমির দাদার চরিত্রে দেখা যাবে। আর সেটে প্রায় পাঁচবছর পর একসঙ্গে হতেই, বানালেন নতুন ভ্লগ। যাতে সৌমিকে বলতে শোনা গেল, ‘পাঁচ বছর পর আমরা আবার একসঙ্গে সেটে। কিন্তু তুই আমার বর তো?’ আর তাতে আফশোসের সুরে সায়ক বলে ওঠেন, ‘না! আজ থেকে তুই আমার বোন। আমারও অবাক লাগছে রে…’! সোমিও সেই রেশ টেনে বলেন, ‘সত্যি আমি তোর বোন হয়ে গেলাম।’
🐼সদ্যই সায়ক এন্ট্রি নিয়েছেন তুই আমার হিরো সিরিয়ালে। ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে সায়ককে। নায়ক অর্থাৎ শাক্যজিৎ ওরফে রুবেলের পিসতুতো ভাই তিনি। পয়লা বৈশাখের দিন থেকে শুরু করেছেন সায়ক জি বাংলার এই মেগার কাজ। যদিও সৌমি এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সেই প্রথম থেকেই। মাসখানেক আগে থেকে সায়ক শুরু কাজ করছেন চিরসখা ধারাবাহিকেও।
൲সম্প্রতি এই নিয়ে এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন। ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, ‘লীনাদি সাধারণত ওঁর প্রোজেক্টে কাজ করাকালীন অন্য কারও কাজে হাতে নিতে দেন না। কিন্তু আমাকে দিলেন। বললেন, কর। এটা আমার পরম প্রাপ্তি। একসঙ্গে দুটো ধারাবাহিকে অভিনয় করব। সবথেকে মজার বিষয় হল, দুটো ধারাবাহিকে একেবারে দুই ধরনের চরিত্র।’ প্রসঙ্গত, চিরসখায় কমলিনীর পড়শি হিসেবে দেখা যাচ্ছে সায়ককে। সে আবার বাস্তবের মতো সিরিয়ালেও ভ্লগার।