আগের ম্যাচেই আইপিএলে🎃 প্রত্যাবর্তন করে দুরন্ত ব্যাটিং করেছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার করুণ নায়ার। গত বছরের ঘরোয়া মরশুমটা দুর্দান্ত কাটিয়েছেন এই ক্রিকেটার। বিদর্ভর হয়ে নজর কেড়েছিলেন, সেই সুবাদেই স্থান পান দিল্লি ক্যাপিটালসের দলে। আর সুযোগ পেয়েই নিজেকে উজার করে দিয়েছিলেন তিনি। প্রায় সাত বছর পর ফের হাফ সেঞ্চুরি করেছিলেন করুণ।
এরপর বুধবার ছিল, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি🌄 ক্যাপিটালসের ম্যাচ। সেই ম্যাচেও করুণের ব্যাট থেকে ঝলক দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অভিষেক পোড়েলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান করুণ। ফলে রানের খাতা না খুলেই তাঁকে সাজঘরে ফিরতে হয়। এক্ষেত্রে তিনি রান নেওয়ার জন্য দৌড়ালেও অভিষেক দৌড়াননি।
🙈আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে অত্যন্ত হতাশ দেখাচ্ছিল করুণ নায়ারকে। কখনও চেয়ারে ঘুষি মারতে গেলেন, কখনও মুখ গোমড়া করে বসে রইলেন। আসলে একটা সুযোগ হাতছাড়া হওয়া মানে একটা সুযোগের সংখ্যা কমে গেল নিজেকে প্রমাণের। আসলে তিনি এতদিন এতটাই ব্রাত্য হয়েছেন, যে তার মধ্যেই একটা ভয় ঢুকে গেছে। আর এমনিতেও করুণ যে দুর্দান্ত ফর্মে ঘরোয়া ক্রিকেট কাটিয়েছেন, তাতে তিনি হতাশই হবেন রান আউট হয়ে।
তবে বিনা রানে সাজঘরে ফিরলেও করুণ নায়ার🅘 গড়ে ফেললেন এক বিরল রেকর্ড। যেখানে ক্রিস গেইল, হার্দিক পাণ্ডিয়াদের ছাপিয়ে গেলেন। আসলে আইপিএলের ম্যাচে সব থেকে কম ম্যাচ খেলেই সব থেকে বেশি টাই ম্যাচে অংশ নিলেন করুণ নায়ার। অর্থাৎ এতদিন পর্যন্ত তিনি খেলেছিলেন চারটি টাই ম্যাচে। তাঁর সঙ্গেই চারটি টাই ম্যাচের তালিকায় নাম ছিল জসপ্রীত বুমরাহ, ক্রিস গেইল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কিয়েরন পোলার্ড, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের।
তিনটি টাই ম্যাচে খেলেছিলেন লোকেশ🤡 রাহুল এবং নীতীশ রানা। কিন্তু দিল্লি বলাম রাজস্থানের ম্যাচ টাই হওয়ার পর রাহুল এবং নীতীশের সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল চারটি টাই ম্যাচে। আর করুণ নায়ার এই নিয়ে খেলে ফেললেন মোট পাঁচটি টাই ম্যাচ। আর এই তালিকায় থাকা অধিকাংশ ক্রিকেটারের থেকে কম ম্যাচ খেলেই তিনি পাঁচটি টাই ম্যাচের অঙ্গ হলেন।
ꦺপ্রথমে ব্যাট করে দিল্লি ১৮৮ রান তুলেছিল ৫ উইকেটে। পাল্টা রাজস্থান রয়্যালসও নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে। শেষ বলে ধ্রুব জুড়েল এবং সিমরন হেতমায়ের যদি রান আউট হতেন, তাহলে ম্যাচ জিততেও পারত রাজস্থান। যদিও সুপার ওভারে শেষ পর্যন্ত স্টার্কের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।