এ আর রহমান গত বছর ঘোষণা করেছিলেন যে তিনি ও সায়রা বান💃ু বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। তাঁদের এই বিবাহবিচ্ছেদের খবর সবাইকে হতবাক করে দিয়েছিল। ২৯ বছরের দীর্ঘ সম্পর্কে এই পরিণতি দেখে সকলেই অবাক হয়েছিলেন। সেই সময় এই নিಌয়ে বিস্তর চর্চাও হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল রহমানের পরকীয়া নিয়ে। তবে সঙ্গীত পরিচালক সেই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। তবে এবার অবশেষে মুখ খুললেন রহমান।
রহমান কী বললেন?
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানা⛎ন, এই বিষয়টা কেবল এটাই দেখায় যে মানুষ তাঁকে কতটা ভালো🔴বাসে এবং তাঁর প্রতি কতটা যত্নশীল।
আরও পড়ুন: ‘আবার দেখা যদি হল, সখಞা, প্রাণের মাঝে আয়…’, একফ্রেমে দুই কিংব♏দন্তি সাবিত্রী-রাখি, ছবি দিলেন পিঙ্কি
রহমানের কথায়, ‘আমি অনেক উত্থান-পতন দেখেছি, এটা সত্যি। আমাদের সকলেরই কিছু বিশেষ গুণ আছে, প্রত্যেকের আমাদের নিজস্ব কিছু ভাবনা রয়েছে। কিন্তু আমার ভক্তরা আমাকে সুপারহিরো করে তুলেছে। এই কারণেইꦅ আমি আমার আসন্ন সফরের নাম রেখেছি ‘ওয়ান্ডারমেন্ট’, কারণ এটা মানুষের কাছꩲ থেকে পাওয়া ভালোবাসা এবং আশীর্বাদ।’
প্রসঙ্গত, রহমান এবং সায়রা বানু ২০২৪ সালের ১৯ নভেম্বর তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। দু'জনে একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।⛎ সায়রা বানুর আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'বিয়ের বহু বছর পর, এ আর রহমানের থেকে আলাদা হওয়া মিসেস সায়রা বানুর জন্য খুবই কঠিন ছিল।' তাঁদের সম্পর্কের মানসিক টানꦆাপোড়েনের পর এই সিদ্ধান্তে এসে পৌঁছন তাঁরা। তাঁদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, এই দম্পতি বুঝতে পেরেছিলেন যে কিছু সমস্যা তাঁদের মধ্যে একটা বিশাল ব্যবধান তৈরি করেছে, তাই সেখানে জোর করে থাকার থেকে, সরে আসা ভালো।