১০ মিনিটের জন্য দেখতে পাবেন গোটা ♐পৃৃথিবীকে। অনুভব করতে পারবেন আপনার কোনও ভর নেই। চাইলেও নিচে পড়ে যাচ্ছেন না। মাত্র ১০ মিনিট। জীবনে এই♏ মহামূল্য ১০ মিনিট পেতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে মহাকাশে। একটি মহাকাশযানে চড়ে সেখানে যেতে কত খরচ হয়? সম্প্রতি পপ গায়িকা কেটি পেরি গিয়েছিলেন সেখানে। তিনি জানালেন তাঁর অভিজ্ঞতা।
আরও পড়ুন - Viral News: ৫০০ খসিয়ে ২১ কোটি লাভ🌸! আনন্দে ‘পাগল’ হয়ে মাঝ আকাশেই পদত্যাগ বিমানসেবিকার
কেটির সেখানে যান জেফ বেজোসের ব্লু অরিজিন-এর তৈরি রকেটে। মোট ছয় জন যাত্রী মিলে এই রকেট পৌঁছে🤡 যায় পৃথিবীর বর্ডার এলাকায়। ব্লু অরিজিনের ওয়েবসাইট বলছে, মহাকাশে যাওয়া আসা ও এই ১১ মিনিট থাকার জন্য মোট খরচ পড়বে ১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়াও বয়স হতে হবে ১৮ বছরের বেশি। ব্লু অরিজিনের প্রতিযোগী সংস্থা ভার্জিন গ্যালা🍬কটিকের প্যাকেজ অবশ্য ২ লাখ থেকে ৪ লাখ ডলারের মধ্যে।