বাংলা নিউজ > হাতে গরম > Viral Video: খাবার চাই, বুদ্ধি খাটিয়ে রোগী সেজে শুয়ে পড়ল এই পাখি! তাজ্জব নেটিজেনরা
আহত হয়ে পড়েছিল পাখিটি। তাকে খাবার দিচ্ছিলেন এক সহৃদয় ব্যক্তি। তাই দেখেই মাথায় দুষ্টুবুদ্ধি খেলে গেল অন্য পাখিদের। ওই পাখির মতো আঘাত পাওয়ার ভান করলেই বোধহয় খাবার মিলবে। এই ভাবনা থেকেই পাখিগুলো একে একে মাটিতে পাখা ছড়িয়ে শুয়ে পড়ল। সম্প্রতি পাখিদের এই কীর্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিꦇজেনরা।
আরও পড়ুন - অবিকল মানুষের গলা! কাকের ‘বাবা’ ডাক চম🔜কে দিল নেটিজে൩নদের, ভাইরাল ভিডিয়ো
ফেসবুকে শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কাচের দরজার এপারে রয়েছে তিনটি পাখি। তার মধ্যে দুটি সুস্থ, একটি আহত। ওই ব্যক্তি আহত পাখিকেই খেতে দিচ্ছেন। ত𒊎াই দেখেই অন্য পাখি দুটি আহত হওয়ার ভান শুরু করে। পাখি দুটির এই দুষ্টুবুদ্ধির অবশ্য প্রশংসাই করেছেন নেটিজেনরা।
হাতে গরম খবর