বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বহু রাশির ভাগ্যে সুসময় আনতে চলেছেন স্বয়ং সূর্যদেব। ১২ মাস বাদে সূর্য নিজের বন্ধু রাশি মিথুনে প্রবেশ করতে চলেছেন। তারফলে বহু রাশিতে লাভের মুখ দেখার পালা শুরু হতে চলেছে। প্রসঙ্গত, বুধ আর সূর্যদেব মিত্রতার অবস🐻্থানে রয়েছেন। আর বুধের রাশি মিথুনেই এবার প্রবেশ করবেন সূর্যদেব। তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন? দেখে নিন রাশিফলে।
সিংহ
সূর্যদেব আপনার গোচর কুণ্ডলীতে ১১ ভাবে রয়েছেন। এই সময় আপনার রোজগারে বিপুল লাভ আসন্ন। নতুন নতুন উৎস থেকে আপনার ভাগ্যে আসতে পারে টাকা। কোনও আমদানি আর রপ্তানির ব্যবসার আপনি জড়িত থাকলে, আপনার লাভ আসন্ন। আপনার সন্তানের সম্পর্কিত কোনও শুভ খবর প🍬েতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কন্যা
এই সময় কাজের দিক থেকে লাভের মুখ দেখতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। পাবেন সাফল্য। কেরিয়ারের সঙ্গে জড়িত কোনও জরুরি ♔সিদ্ধান্ত নিতে হবে। চাকরি পেশার সঙ্গে জড়িতদের পদোন্নতি হতে𓆏 পারে। মনের মতো কোনও জায়গায় ট্রান্সফার হতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার দ্বারা নেওয়া কোনও সিদ্ধান্ত আপনাকে কোনও কড়া পরিশ্রম করাতে পারে। ব্যবসায়ীরা খুব কড়া পরিশ্রম করলে টাকা রোজগার বাড়বে।
তুলা
সূর্যদেবের রাশি পরিবর্তন হলে লাভ হবে তুলা রাশির জাতক জাতিকাদের। আপনার রাশিতে꧂ ভাগ্যস্থানে থাকতে চলেছেন। আপনার ভাগ্য এই সময় সোনার চমকে থাকবে। কপাল খুলতে পারে নানান দিক থেকে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। ধর্মের সঙ্গে জড়িত কোনও কাজে যুক্ত হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা ൲অংশ নিচ্ছেন, সেই পড়ুয়ারা পাবেন সাফল্য। আপনার কাজেও আসবে সাফল্য।
কবে রয়েছে এই গোচর?
জুন মাসে হতে চলেছে এই গোচর। সে🃏ই সময়ই মিথুনে প্রবে💛শ করবেন সূর্যদেব। তারফলে বহু রাশি পাবে লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির💦্ভর। এ♒র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)