বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে সূর্যদেবকে পিতা বা কারক মনে করা হয়। সূর্যদেব একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। সদ্য সূর্যদেব মেষ রাশিতে বিরাজমান রয়েছেন মেষ রাশিতে। তিনি রয়েছে♕ন অশ্বিনী নক্ষত্রে। তবে খুব শিগগিরই তাঁর নক্ষত্র পরিবর্তন রয়েছে। দেখা যাক এরফলে কারা লাকি? আর কবে রয়েছে এই গোচর?
বৃশ্চিক
এই নক্ষত্রে সূর্যদেব ষষ্ঠভাবে বিরাজ করছেন। এরফলে এই রাশির🦩 জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে লাভ পেয়ে থাকবেন। সব ক্ষেত্র থেকে অপার সাফল্য আসতে থাকবে। চাকরিরতদের খুব লাভ হবে। নিজের প্রতিদ্বন্দ্বীদের তুমুল টক্কর দিয়ে কাড়তে পারবেন নজর। শত্রুকে কুপোকাত করতে বেশি সময়ও লাগবে না। কোর্ট কাছারির মামলায় পাবেন ইতিবাচক ফল। জীবনে আসবে সুখ শান্তি।
কর্কট
ভরণী নক্ষত্রে সূর্য যেতেই কর্কট রাশি দেখবে লাভের মুখ। শাসনেরꦕ সঙ্গে জড়িত ক্ষেত্রে তুমুল লাভ পাবেন এই রাশির জাতক জাতিকারা। মান সম্মান বাড়বে সমাজে। বাবার থেকে কোনও আশীর্বাদ পাবেন। অধিকাংস কাজে আপনি তুমুল সাফল্য পেতে থাকবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। টাকা সঞ্চয় বাড়বে।
কুম্ভ
সূর্যের ভরণী নক্ষত্রে যাওয়ার ফꦉলে কপাল ফিরবে কুম্ভ রাশিরও। চাকরি ব্যবসায় আসবে তুমুল সাফল্য আসবে। চাকরি ক্ষেত্রে আপনার প্রশংসা সব দিক থেকে হবে। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক, সময় ভালো কাটবে। নিজের ক্ষেত্রগুলিতে আপনি তুমুল সাফল্য পাবেন। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ এবার হবে শুরু। পদোন্নতির রাস্তা খুলবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে।
কবে রয়েছে সূর্যের নক্ষত্র পরিবর্তন?
অক্ষয় তৃতীয়ার ঠিক আগে, সূর্যদেব করবেন নক্ষত্রের পরিবর্তন। ২৭ এপ্রিল সূর্যদেব যাবেন ভরণী নক্ষত্রে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। সূর্যদেব, শুক্রের নক্ষত্রে যাওয়ার ফꦺলে বহু রাশি লাভবান হচ্ছেন। ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে সূর্য যাবেন ভরণী নক্ষত্রে। সেখান ১১ মে পর্যন্♑ত থাকবেন।
(এই প্রতিবেদনের তথꦆ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)