First Maha Kumbh Mela: ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজন হতে চলেছে। এতে কেবল দেশ থেকে নয়, বিদেশ থেকেও ভক্তরা আসবেন। সর্বত্র এই মহাকুম্ভের আলোচনা চলছে, কিন্তু জানেন স্বাধীন ভারতের প্রথম কুম্ভ কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা সম্পর্কে।