♉ জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহের চলাচলের একটি প্রভাব রয়েছে। জাতক জাতিকার জীবন ছাড়াও সমাজেও গ্রহদের গতিবিধির প্রভাব পড়ে। গ্রহদের বক্রী বা মার্গী গতির ফলে বহু রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব পড়ে। মঙ্গলগ্রহকে বলা হয় গ্রহদের সেনাপতি। তাঁকে পরাক্রমের কারক বলে মনে করা হয়। মঙ্গলের বক্রী চাল কিছু রাশিতে লাভ দেবে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মঙ্গলের এই বিশেষ অবস্থানের ফলে।
মিথুন
ཧমিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আর উন্নতি এই সময় হু হু করে বেড়ে যাবে। কর্মক্ষেত্রে এই সময় আপনার কাজের উৎসাহ, উদ্দীপনা বেড়ে যাবে। চাকরি ও ব্যবসায় এই সময় তুমুল উন্নতি। হঠাৎ করে ধন সম্পত্তি বাড়তে পারে। সাহসী কাজে যাঁরা পেশাগতভাবে কর্মরত, তাঁরা পাবেন লাভ। হঠাৎ করে টাকা আসতে পারে। পড়াশোনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
তুলা
ꦆদীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা থাকলে তা কেটে যাবে। বহু ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন। আগের থেকে পরিস্থিতি ভালো হবে। যা ক্ষতি হয়েছে, তাকে লাভে পরিণত করার সময় এইটি। বিবাহিতদের এই সময়টি আনন্দে ভরে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। পড়াশোনা ও উচ্চশিক্ষায় যাঁরা চেষ্টা করছেন, তাঁদের লাভ রয়েছে।
বৃশ্চিক
ꦡবৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় হঠাৎ করে টাকা লাভ করতে পারবেন। এমন সূত্র থেকে টাকা পয়সা আসবে, যা কল্পনাও করতে পারেননি। এই সময় আপনি কাজের দিক ও পড়াশোনাতে মনোনিবেশ করতে পারেন। কোনও ছোট কোর্স করে কিছু শিখতে পারেন। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। আপনি অনেক বেশি এনার্জেটিক মনে করবেন নিজেকে। চাকরিরত জাতক জাতিকারা লাফল্য পাবেন। এই সময় আপনার প্রমোশন হবে।
কবে বক্রী হবেন মঙ্গল?
🧜বুধের রাশি মিথুনে বক্রী হবে মঙ্গল। ২১ জানুয়ারি ২০২৫ এ হবে এই বক্রী অবস্থান। তার প্রভাব সব রাশিতেই পড়বে।
✃(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )