হিন্দু ধর্মে মৌনী অমাবস্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। আর ২০২৫ সালের মৌনী অমাবস্যা ২৯ ꦡজানুয়ারি পালিত হতে চলেছে। এই সময়কালে বেশ কিছু দুর্লভ যোগ তৈরি হবে। এ♍ই দিনে মকর রাশিতে থাকবেন চন্দ্র, যেখানে আগে থেকেই বুধ আর সূর্য অবস্থান করবে। ফলে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এই ত্রিগ্রহী যোগ খুবই দুর্লভ। এই ত্রিগ্রহী যোগকে ত্রিবেণী যোগও বলা হয়। এছাড়াও মকর রাশিতে গুরু বৃহস্পতির অবস্থানের জেরে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। এরফলে কিছু রাশির জাতক জাতিকারা বিপুল লাভ পাবেন। কোন কোন রাশি মৌনী অমাবস্যায় সৌভাগ্যের দেখা পাবেন, দেখে নিন।
কর্কট
এই রাশির সপ্তমভাবে ত্রিগ্রহী যোগের নির্মাণ হবে। এই রাশির জাতক জাতিক𝔍ারা মৌনী অমাবস্যার সময়কাল পর্যন্ত বিপুল লাভ পাবেন। আধ্যাত꧋্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। কোনও মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। প্রচুর টাকা রোজগারের সুযোগ আসবে এই সময়। সব দিক থেকে পাবেন বিপুল লাভ।
তুলা
মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার ওপর। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। আপনি ধার্মিক কোনও যাত্রায় যেতে পারেন। পরিবারে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। কেরিয়ারের দিক থেকে আপনার বিপুল লাভ হবে। সমাজে মান সম্মান বাড়বে।𒆙 তুমুল উন্নতির রাস্তা তৈরি হবে🔯। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। আপনি অপার টাকা রোজগার করতে পারবেন।
( Shukradev Astrology: শুক্রের কৃপায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত সৌভাগ্য তুঙ্গℱে থাকবে বিশেষ ৩ রাশির, মীন সহ লাকি কারা?)
মকর
ত্রিগ্রহী আর নবপঞ্চম যোগ তৈরির ফলে জাতক জাতিকাদের বিপুল সাফল্য পাওয়া যাবে। হঠাৎ করে ধনলাভ হতে পারে। হঠাৎ ধনলাভের যোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। যে ♚কাজে গত কয়েক দিন ধরে পরিশ্রম করছেন, তাতে আসবে সাফল্য। স্বাস্থ্যে আগের থেকে ভালো থাকবে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের অপার ধনলাভ হবে।