꧋ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময়ে সময়ে শনিদেব পরিবর্তন করেন নক্ষত্র। শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। আবার অনেকের ভাগ্যে তার বিরূপ প্রতিক্রিয়াও পড়ে। তবে ইতিমধ্যেই গত ডিসেম্বরে শনিদেব তাঁর নক্ষত্র পরিবর্তন করে ফেলেছেন। তার প্রভাবও বহু রাশিতে পড়তে শুরু করেছে। একগুচ্ছ রাশির ওপর তার প্রভাব রয়েছে। কেরিয়ারের দিক থেকে শুরু করে সব দিক থেকে এই নক্ষত্র পরিবর্তন অনেকের জন্যই লাকি। দেখা যাক, লাকি কোন কোন রাশি।
তুলা
🌼এই সময় মাঝে মাঝেই আপনাদের হাতে হঠাৎ করে টাকা, সম্পত্তি, অর্থ চলে আসবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। এই সময় হঠাৎ করে কোনও টাকা পেয়ে যেতে পারেন। প্রেম, শিক্ষা, সন্তানের দিক থেকে এই গোচর অত্যন্ত লাভের হবে। এই সময় গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন। আপনি বিদেশের যাত্রা করতে পারেন। ধন সম্পত্তিতে বৃদ্ধি হতে পারে। কেরিয়ারে প্রমোশন হতে পারে।
ধনু
⛄এই সময় আপনার আয়ে ব্যাপক বৃদ্ধি হতে পারে। বিভিন্ন উৎস থেকে টাকা রোজগার করতে পারেন। নতুন চাকরির অফার পেতে পারেন। বিদেশি প্রজেক্ট থেকে কোনও চাকরির অফার পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পরিবারে শান্তি শৃঙ্খলা আসতে পারে। সুখের সময় চলতে পারে। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। আয়ে ব্যাপক বৃদ্ধি দেখা যেতে পারে। হঠাৎ ধন সম্পত্তি পেতে পারেন। এই সময়টা কেরিয়ারের জন্য ভালো। আপনার বহু ইচ্ছা এই সময় পূরণ হতে পারে।
কুম্ভ
♍এই সময়টি বিবাহিতদের জন্য ভালো সময়। শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকারা লাভ পাবেন। যাঁরা সঙ্গী খুঁজছেন, তাঁদের কপাল খুলতে চলেছে। কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। অতীতে কোনও সিদ্ধান্ত নেওয়া থাকলে, তা লাভ দেবে এবার। জীবনে কেউ আসতে পারে। সমাজে আপনার জনপ্রিয়তা হু হু করে বাড়বে। সময়ে সময়ে মান সম্মানও বাড়বে।
কবে থেকে শনির কৃপায় সুসময় শুরু হয়েছে?
𝔉শনিদেব গত ২৭ ডিসেম্বর গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদে প্রবেশ করে গিয়েছেন। যার ফলে কোনও কোনও রাশির জাতক জাতিকারা তুলকালাম লাভের মুখে পড়ছেন। অনেকেরই শনিদেবের কৃপায় ভালো সময় শুরু হয়ে গিয়েছে।
🅷(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)